|
|
1. যাহারা জিজ্ঞাসা করে নাই, আমি তাহাদিগকে আমার অনুসন্ধান করিতে দিয়াছি; যাহারা আমার অন্বেষণ করে নাই, আমি তাহাদিগকে আমার উদ্দেশ পাইতে দিয়াছি; যে জাতি আমার নামে আখ্যাত হয় নাই, তাহাকে আমি কহিলাম, “দেখ, এই আমি, দেখ এই আমি।”
|
1. I am sought H1875 of them that asked H7592 not H3808 for me ; I am found H4672 of them that sought H1245 me not H3808 : I said H559 , Behold H2009 me, behold H2009 me, unto H413 a nation H1471 that was not H3808 called H7121 by my name H8034 .
|
2. আমি সমস্ত দিন বিদ্রোহী প্রজাবৃন্দের প্রতি আপন অঞ্জলি বিস্তার করিয়া আছি; তাহারা আপন আপন কল্পনার অনুসরণ করিয়া কুপথে গমন করে।
|
2. I have spread out H6566 my hands H3027 all H3605 the day H3117 unto H413 a rebellious H5637 people H5971 , which walketh H1980 in a way H1870 that was not H3808 good H2896 , after H310 their own thoughts H4284 ;
|
3. সেই প্রজারা আমার সাক্ষাতে নিত্য নিত্য আমাকে অসন্তুষ্ট করে, উদ্যানের মধ্যে বলিদান করে, ইষ্টকার উপরে সুগন্ধিদ্রব্য জ্বালায়।
|
3. A people H5971 that provoketh me to anger H3707 H853 continually H8548 to H5921 my face H6440 ; that sacrificeth H2076 in gardens H1593 , and burneth incense H6999 upon H5921 altars of brick H3843 ;
|
4. তাহারা কবর-স্থানে বসে, গুপ্ত স্থানে রাত্রি যাপন করে; তাহারা শূকরের মাংস ভোজন করে, ও তাহাদের পাত্রে ঘৃণার্হ মাংসের ঝোল থাকে;
|
4. Which remain H3427 among the graves H6913 , and lodge H3885 in the monuments H5341 , which eat H398 swine H2386 's flesh H1320 , and broth H4839 of abominable H6292 things is in their vessels H3627 ;
|
5. তাহারা বলে, স্বস্থানে থাক, আমার নিকটে আসিও না, কেননা তোমা অপেক্ষা আমি পবিত্র। ইহারা আমার নাসিকার ধূম, সমস্ত দিন প্রজ্বলিত অগ্নি।
|
5. Which say H559 , Stand H7126 by H413 thyself , come not near H5066 H408 to me; for H3588 I am holier H6942 than thou. These H428 are a smoke H6227 in my nose H639 , a fire H784 that burneth H3344 all H3605 the day H3117 .
|
6. দেখ, আমার সম্মুখে ইহা লিখিত আছে; আমি নীরব থাকিব না, প্রতিফল দিব; ইহাদের কোলেই প্রতিফল দিব;
|
6. Behold H2009 , it is written H3789 before H6440 me : I will not H3808 keep silence H2814 , but H3588 H518 will recompense H7999 , even recompense H7999 into H5921 their bosom H2436 ,
|
7. সদাপ্রভু কহেন, আমি তোমাদের কৃত অপরাধ এবং তৎসঙ্গে তোমাদের পিতৃপুরুষদের কৃত অপরাধ সকলের প্রতিফল দিব; তাহারা পর্ব্বতগণের উপরে সুগন্ধি দ্রব্য জ্বালাইত, উপপর্ব্বতগণের উপরে আমাকে টিট্কারি দিত, তজ্জন্য আমি অগ্রে তাহাদের ক্রিয়ার পরিমাণ করিয়া তাহাদের কোলে দিব।
|
7. Your iniquities H5771 , and the iniquities H5771 of your fathers H1 together H3162 , saith H559 the LORD H3068 , which H834 have burned incense H6999 upon H5921 the mountains H2022 , and blasphemed H2778 me upon H5921 the hills H1389 : therefore will I measure H4058 their former H7223 work H6468 into H413 their bosom H2436 .
|
8. সদাপ্রভু এই কথা কহেন, দ্রাক্ষাগুচ্ছে ফলের রস দেখিলে লোকে যেমন বলে, ইহা বিনষ্ট করিও না, কেননা ইহাতে আশীর্ব্বাদ আছে; তদ্রূপ আমি আপন দাসদের নিমিত্ত করিব, সমুদয়ের বিনাশ করিব না।
|
8. Thus H3541 saith H559 the LORD H3068 , As H834 the new wine H8492 is found H4672 in the cluster H811 , and one saith H559 , Destroy H7843 it not H408 ; for H3588 a blessing H1293 is in it: so H3651 will I do H6213 for my servants' sakes H4616 H5650 , that I may not H1115 destroy H7843 them all H3605 .
|
9. আর আমি যাকোব হইতে এক বংশকে, এবং যিহূদা হইতে আমার পর্ব্বতগণের এক অধিকারীকে উৎপন্ন করিব, আমার মনোনীত লোকেরা তাহা অধিকার করিবে, ও আমার দাসেরা সেখানে বসতি করিবে।
|
9. And I will bring forth H3318 a seed H2233 out of Jacob H4480 H3290 , and out of Judah H4480 H3063 an inheritor H3423 of my mountains H2022 : and mine elect H972 shall inherit H3423 it , and my servants H5650 shall dwell H7931 there H8033 .
|
10. আর আমার যে প্রজাবৃন্দ আমার অন্বেষণ করিয়াছে, তাহাদের নিমিত্ত শারোণ মেষপালের খোঁয়াড় হইবে, এবং আখোর তলভূমি গোপালের শয়ন-স্থান হইবে।
|
10. And Sharon H8289 shall be H1961 a fold H5116 of flocks H6629 , and the valley H6010 of Achor H5911 a place for the herds H1241 to lie down in H7258 , for my people H5971 that H834 have sought H1875 me.
|
11. কিন্তু তোমরা যাহারা সদাপ্রভুকে ত্যাগ করিতেছ, আমার পবিত্র পর্ব্বত ভুলিয়া যাইতেছ, ভাগ্য দেবের জন্য মেজ সাজাইয়া থাক, এবং নিরূপণী দেবীর উদ্দেশে মিশ্র সুরা পূর্ণ করিয়া থাক,
|
11. But ye H859 are they that forsake H5800 the LORD H3068 , that forget H7913 H853 my holy H6944 mountain H2022 , that prepare H6186 a table H7979 for that troop H1408 , and that furnish H4390 the drink offering H4469 unto that number H4507 .
|
12. তোমাদিগকে আমি খড়্গের জন্য নিরূপণ করিলাম, আর তোমরা সকলে বধ্য-স্থানে অবনত হইবে; কারণ আমি ডাকিলে তোমরা উত্তর দিতে না, আমি কথা কহিলে শুনিতে না; কিন্তু আমার দৃষ্টিতে যাহা মন্দ তাহাই করিতে, এবং যাহাতে আমার প্রীতি নাই, তাহাই মনোনীত করিতে।
|
12. Therefore will I number H4487 you to the sword H2719 , and ye shall all H3605 bow down H3766 to the slaughter H2874 : because H3282 when I called H7121 , ye did not H3808 answer H6030 ; when I spoke H1696 , ye did not H3808 hear H8085 ; but did H6213 evil H7451 before mine eyes H5869 , and did choose H977 that wherein H834 I delighted H2654 not H3808 .
|
13. এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমার দাসেরা ভোজন করিবে, কিন্তু তোমরা ক্ষুধার্ত্ত থাকিবে; দেখ, আমার দাসেরা পান করিবে, কিন্তু তোমরা তৃষ্ণার্ত্ত থাকিবে; দেখ, আমার দাসেরা আনন্দ করিবে, কিন্তু তোমরা লজ্জিত হইবে;
|
13. Therefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 , Behold H2009 , my servants H5650 shall eat H398 , but ye H859 shall be hungry H7456 : behold H2009 , my servants H5650 shall drink H8354 , but ye H859 shall be thirsty H6770 : behold H2009 , my servants H5650 shall rejoice H8055 , but ye H859 shall be ashamed H954 :
|
14. দেখ, আমার দাসেরা চিত্তের সুখে আনন্দরব করিবে, কিন্তু তোমরা চিত্তের দুঃখে ক্রন্দন করিবে, এবং আত্মার ক্ষোভে হাহাকার করিবে।
|
14. Behold H2009 , my servants H5650 shall sing H7442 for joy H4480 H2898 of heart H3820 , but ye H859 shall cry H6817 for sorrow H4480 H3511 of heart H3820 , and shall howl H3213 for vexation H4480 H7667 of spirit H7307 .
|
15. আর তোমরা আমার মনোনীত লোকদের নিকটে তোমাদের নাম শাপাস্পদরূপে রাখিয়া যাইবে, এবং প্রভু সদাপ্রভু তোমাকে বধ করিবেন, আর তিনি আপন দাসদের অন্য নাম রাখিবেন।
|
15. And ye shall leave H5117 your name H8034 for a curse H7621 unto my chosen H972 : for the Lord H136 GOD H3069 shall slay H4191 thee , and call H7121 his servants H5650 by another H312 name H8034 :
|
16. যে ব্যক্তি পৃথিবীতে আপনাকে আশীর্ব্বাদ করিবে, সে সত্যের ঈশ্বরের নামে আপনাকে আশীর্ব্বাদ করিবে; এবং যে ব্যক্তি পৃথিবীতে শপথ করিবে, সে সত্যের ঈশ্বরের নামে শপথ করিবে; কেননা পূর্ব্বকালীন সমস্ত সঙ্কট লোকে ভুলিয়া যাইবে, ও আমার দৃষ্টি হইতে তাহা লুকাইবে।
|
16. That he who H834 blesseth himself H1288 in the earth H776 shall bless himself H1288 in the God H430 of truth H543 ; and he that sweareth H7650 in the earth H776 shall swear H7650 by the God H430 of truth H543 ; because H3588 the former H7223 troubles H6869 are forgotten H7911 , and because H3588 they are hid H5641 from mine eyes H4480 H5869 .
|
17. কারণ দেখ, আমি নূতন আকাশমণ্ডলের ও নূতন পৃথিবীর সৃষ্টি করি; এবং পূর্ব্বে যাহা ছিল, তাহা স্মরণে থাকিবে না, আর মনে পড়িবে না।
|
17. For H3588 , behold H2009 , I create H1254 new H2319 heavens H8064 and a new H2319 earth H776 : and the former H7223 shall not H3808 be remembered H2142 , nor H3808 come H5927 into H5921 mind H3820 .
|
18. কিন্তু আমি যাহা সৃষ্টি করি, তোমরা তাহাতে চিরকাল আমোদ ও উল্লাস কর; কারণ দেখ, আমি যিরূশালেমকে উল্লাসভূমি ও তাহার প্রজাদিগকে আনন্দ-ভূমি করিয়া সৃষ্টি করি।
|
18. But H3588 H518 be ye glad H7797 and rejoice H1523 forever H5704 H5703 in that which H834 I H589 create H1254 : for H3588 , behold H2009 , I create H1254 H853 Jerusalem H3389 a rejoicing H1525 , and her people H5971 a joy H4885 .
|
19. আমি যিরূশালেমে উল্লাস করিব, আমার প্রজাগণে আমোদ করিব; এবং তাহার মধ্যে রোদনের শব্দ কি ক্রন্দনের শব্দ আর শুনা যাইবে না।
|
19. And I will rejoice H1523 in Jerusalem H3389 , and joy H7797 in my people H5971 : and the voice H6963 of weeping H1065 shall be no H3808 more H5750 heard H8085 in her , nor the voice H6963 of crying H2201 .
|
20. সে স্থান হইতে অল্প দিনের কোন শিশু কিম্বা অসম্পূর্ণায়ু কোন বৃদ্ধ যাইবে না; বরং বালকই এক শত বৎসর বয়ঃক্রমে মরিবে; এবং পাপী এক শত বৎসর বয়স্ক হইলে শাপাহত হইবে।
|
20. There shall be H1961 no H3808 more H5750 thence H4480 H8033 an infant H5764 of days H3117 , nor an old man H2205 that H834 hath not H3808 filled H4390 H853 his days H3117 : for H3588 the child H5288 shall die H4191 a hundred H3967 years H8141 old H1121 ; but the sinner H2398 being a hundred H3967 years H8141 old H1121 shall be accursed H7043 .
|
21. আর লোকেরা গৃহ নির্ম্মাণ করিয়া তাহার মধ্যে বসতি করিবে, দ্রাক্ষাক্ষেত্র প্রস্তুত করিয়া তাহার ফল ভোগ করিবে।
|
21. And they shall build H1129 houses H1004 , and inhabit H3427 them ; and they shall plant H5193 vineyards H3754 , and eat H398 the fruit H6529 of them.
|
22. তাহারা গৃহ নির্ম্মাণ করিলে অন্যে বাস করিবে না, তাহারা রোপন করিলে অন্যে ভোগ করিবে না; বস্তুতঃ আমার প্রজাদের আয়ু বৃক্ষের আয়ুর তুল্য হইবে, এবং আমার মনোনীত লোকেরা দীর্ঘকাল আপন আপন হস্তের শ্রমফল ভোগ করিবে।
|
22. They shall not H3808 build H1129 , and another H312 inhabit H3427 ; they shall not H3808 plant H5193 , and another H312 eat H398 : for H3588 as the days H3117 of a tree H6086 are the days H3117 of my people H5971 , and mine elect H972 shall long enjoy H1086 the work H4639 of their hands H3027 .
|
23. তাহারা বৃথা পরিশ্রম করিবে না, বিহ্বলতার নিমিত্ত সন্তানের জন্ম দিবে না, কারণ তাহারা সদাপ্রভুর আশীর্ব্বাদপ্রাপ্ত বংশ, ও তাহাদের সন্তানগণ তাহাদের সহবর্ত্তী হইবে।
|
23. They shall not H3808 labor H3021 in vain H7385 , nor H3808 bring forth H3205 for trouble H928 ; for H3588 they H1992 are the seed H2233 of the blessed H1288 of the LORD H3068 , and their offspring H6631 with H854 them.
|
24. আর তাহাদের ডাকিবার পূর্ব্বে আমি উত্তর দিব, তাহারা কথা বলিতে না বলিতে আমি শুনিব।
|
24. And it shall come to pass H1961 , that before H2962 they call H7121 , I H589 will answer H6030 ; and while they H1992 are yet H5750 speaking H1696 , I H589 will hear H8085 .
|
25. কেন্দুয়াব্যাঘ্র ও মেষশাবক একত্র চরিবে, সিংহ বলদের ন্যায় বিচালি খাইবে; আর ধূলিই সর্পের খাদ্য হইবে। তাহারা আমার পবিত্র পর্ব্বতের কোন স্থানে হিংসা কিম্বা বিনাশ করিবে না, ইহা সদাপ্রভু কহেন।
|
25. The wolf H2061 and the lamb H2924 shall feed H7462 together H259 , and the lion H738 shall eat H398 straw H8401 like the bullock H1241 : and dust H6083 shall be the serpent H5175 's meat H3899 . They shall not H3808 hurt H7489 nor H3808 destroy H7843 in all H3605 my holy H6944 mountain H2022 , saith H559 the LORD H3068 .
|