Bible Versions
Bible Books

:

BNV
1. পরে যিহূদিয়া হইতে কয়েকজন লোক আসিয়া ভ্রাতৃগণকে শিক্ষা দিতে লাগিল যে, তোমরা যদি মোশির বিধান অনুসারে ছিন্নত্বক্‌ না হও, তবে পরিত্রাণ পাইতে পারিবে না।
1. And G2532 certain men G5100 which came down G2718 from G575 Judea G2449 taught G1321 the G3588 brethren G80 , and said, Except G3362 ye be circumcised G4059 after the G3588 manner G1485 of Moses G3475 , ye cannot G1410 G3756 be saved G4982 .
2. আর তাহাদের সহিত পৌলের বার্ণবার অনেক বাগ্‌যুদ্ধ বাদানুবাদ হইলে পর ভ্রাতৃগণ স্থির করিলেন, সেই তর্কের মীমাংসার জন্য পৌল বার্ণবা, এবং তাঁহাদের আরও কয়েক জন, যিরূশালেমে প্রেরিতগণের প্রাচীনবর্গের নিকটে যাইবেন।
2. When therefore G3767 Paul G3972 and G2532 Barnabas G921 had G1096 no G3756 small G3641 dissension G4714 and G2532 disputation G4803 with G4314 them G846 , they determined G5021 that Paul G3972 and G2532 Barnabas G921 , and G2532 certain G5100 other G243 of G1537 them G846 , should go up G305 to G1519 Jerusalem G2419 unto G4314 the G3588 apostles G652 and G2532 elders G4245 about G4012 this G5127 question G2213 .
3. অতএব মণ্ডলী তাঁহাদিগকে আগবাড়ান দিয়া পাঠাইয়া দিলে তাঁহারা ফৈনীকিয়া শমরিয়া দেশ দিয়া গমন করিতে করিতে পরজাতীয়দের ফিরিয়া আসিবার বিষয় বর্ণনা করিলেন, এবং সমস্ত ভ্রাতৃগণের পরমানন্দ জন্মাইলেন।
3. And G3767 being G3303 brought on their way G4311 by G5259 the G3588 church G1577 , they G3588 passed through G1330 Phoenicia G5403 and G2532 Samaria G4540 , declaring G1555 the G3588 conversion G1995 of the G3588 Gentiles G1484 : and G2532 they caused G4160 great G3173 joy G5479 unto all G3956 the G3588 brethren G80 .
4. পরে তাঁহারা যিরূশালেমে উপস্থিত হইয়া মণ্ডলী, প্রেরিতগণ প্রাচীনবর্গ কর্ত্তৃক গৃহীত হইলেন, এবং ঈশ্বর তাঁহাদের সঙ্গে সঙ্গে থাকিয়া যে সকল কার্য্য করিয়াছিলেন, সে সমস্তই বর্ণনা করিলেন।
4. And G1161 when they were come G3854 to G1519 Jerusalem G2419 , they were received G588 of G5259 the G3588 church G1577 , and G2532 of the G3588 apostles G652 and G2532 elders G4245 , and G5037 they declared G312 all things that G3745 God G2316 had done G4160 with G3326 them G846 .
5. কিন্তু ফরীশী দলের কয়েক জন বিশ্বাসী উঠিয়া বলিতে লাগিল, সেই লোকদের ত্বক্‌ছেদ করা এবং মোশির ব্যবস্থা পালনের আজ্ঞা দেওয়া আবশ্যক।
5. But G1161 there rose up G1817 certain G5100 of G575 the G3588 sect G139 of the G3588 Pharisees G5330 which believed G4100 , saying G3004 , That G3754 it was needful G1163 to circumcise G4059 them G846 , and G5037 to command G3853 them to keep G5083 the G3588 law G3551 of Moses G3475 .
6. পরে এই বিষয় আলোচনা করিবার জন্য প্রেরিতগণ প্রাচীনবর্গ সমবেত হইলেন।
6. And G1161 the G3588 apostles G652 and G2532 elders G4245 came together G4863 for to consider G1492 of G4012 this G5127 matter G3056 .
7. আর অনেক বাদানুবাদ হইলে পিতর উঠিয়া তাঁহাদিগকে বলিলেন—‘হে ভ্রাতৃগণ, তোমরা জান, ইহার অনেক দিন পূর্ব্বে ঈশ্বর তোমাদের মধ্যে আমাকে মনোনীত করিয়াছিলেন, যেন আমার মুখে পরজাতীয়েরা সুসমাচারের বাক্য শুনিয়া বিশ্বাস করে।
7. And G1161 when there had been G1096 much G4183 disputing G4803 , Peter G4074 rose up G450 , and said G2036 unto G4314 them G846 , Men G435 and brethren G80 , ye G5210 know G1987 how that G3754 a good while ago G575 G744 G2250 God G2316 made choice G1586 among G1722 us G2254 , that the G3588 Gentiles G1484 by G1223 my G3450 mouth G4750 should hear G191 the G3588 word G3056 of the G3588 gospel G2098 , and G2532 believe G4100 .
8. আর ঈশ্বর, যিনি অন্তঃকরণ জানেন, তিনি তাহাদের পক্ষে সাক্ষ্য দিয়াছেন, আমাদিগকে যেমন, তেমনি তাহাদিগকেও পবিত্র আত্মা দান করিয়াছেন;
8. And G2532 God G2316 , which knoweth the hearts G2589 , bare them witness G3140 G846 , giving G1325 them G846 the G3588 Holy G40 Ghost G4151 , even as G2531 he did G2532 unto us G2254 ;
9. এবং আমাদের তাহাদের মধ্যে ইতর বিশেষ রাখেন নাই, বিশ্বাস দ্বারাই তাহাদের চিত্ত শুচি করিয়াছেন।
9. And G2532 put no difference G1252 G3762 between G3342 G5037 us G2257 and G2532 them G846 , purifying G2511 their G846 hearts G2588 by faith G4102 .
10. অতএব এখন তোমরা কেন ঈশ্বরের পরীক্ষা করিতেছ, শিষ্যগণের ঘাড়ে সেই যোঁয়ালি দিতেছ, যাহার ভার না আমাদের পিতৃপুরুষেরা, না আমরা বহন করিতে সমর্থ হইয়াছি?
10. Now G3568 therefore G3767 why G5101 tempt G3985 ye God G2316 , to put G2007 a yoke G2218 upon G1909 the G3588 neck G5137 of the G3588 disciples G3101 , which G3739 neither G3777 our G2257 fathers G3962 nor G3777 we G2249 were able G2480 to bear G941 ?
11. কিন্তু আমরা বিশ্বাস করি, উহারা যেমন, আমরাও তেমনি প্রভু যীশুর অনুগ্রহ দ্বারাই পরিত্রাণ পাইব।’
11. But G235 we believe G4100 that through G1223 the G3588 grace G5485 of the G3588 Lord G2962 Jesus G2424 Christ G5547 we shall be saved G4982 , even as they G2596 G3739 G5158 G2548 .
12. তখন সমস্ত লোক নীরব হইয়া রহিল; আর বার্ণবার পৌলের দ্বারা পরজাতিগণের মধ্যে ঈশ্বর কি কি চিহ্ন-কার্য্য অদ্ভুত লক্ষণ সাধন করিয়াছেন, তাঁহাদের কাছে তাহার বৃত্তান্ত শ্রবণ করিল।
12. Then G1161 all G3956 the G3588 multitude G4128 kept silence G4601 , and G2532 gave audience G191 to Barnabas G921 and G2532 Paul G3972 , declaring G1834 what G3745 miracles G4592 and G2532 wonders G5059 God G2316 had wrought G4160 among G1722 the G3588 Gentiles G1484 by G1223 them G846 .
13. তাঁহাদের কথা সাঙ্গ হইলে পর যাকোব উত্তর করিয়া বলিলেন, ‘হে ভ্রাতৃগণ, আমার কথা শুন।
13. And G1161 after they G846 had held their peace G4601 , James G2385 answered G611 , saying G3004 , Men G435 and brethren G80 , hearken G191 unto me G3450 :
14. ঈশ্বর আপন নামের জন্য পরজাতিগণের মধ্য হইতে এক দল প্রজা গ্রহণার্থে কিরূপে প্রথমে তাহাদের তত্ত্ব লইয়াছিলেন, তাহা শিমোন বর্ণনা করিয়াছেন।
14. Simeon G4826 hath declared G1834 how G2531 God G2316 at the first G4412 did visit G1980 the Gentiles G1484 , to take G2983 out of G1537 them a people G2992 for G1909 his G848 name G3686 .
15. আর ভাববাদিগণের বাক্য তাহার সহিত মিলে, যেমন লিখিত আছে,
15. And G2532 to this G5129 agree G4856 the G3588 words G3056 of the G3588 prophets G4396 ; as G2531 it is written G1125 ,
16. “ইহার পরে আমি ফিরিয়া আসিব, দায়ূদের পতিত কুটির পুনরায় গাঁথিব, তাহার ধ্বংসস্থান সকল পুনরায় গাঁথিব, আর তাহা পুনরায় স্থাপন করিব;
16. After G3326 this G5023 I will return G390 , and G2532 will build again G456 the G3588 tabernacle G4633 of David G1138 , which is fallen down G4098 ; and G2532 I will build again G456 the G3588 ruins G2679 thereof G846 , and G2532 I will set it up G461 G846 :
17. যেন অবশিষ্ট লোক সকল প্রভুর অন্বেষণ করে, আর যে জাতিগণের উপরে আমার নাম কীর্ত্তিত হইয়াছে, তাহারা সকলেও করে,
17. That G3704 the G3588 residue G2645 of men G444 might seek after G1567 G302 the G3588 Lord G2962 , and G2532 all G3956 the G3588 Gentiles G1484 , upon G1909 whom G3739 my G3450 name G3686 is called G1941 , saith G3004 G846 the Lord G2962 , who doeth G4160 all G3956 these things G5023 .
18. প্রভু এই কথা কহেন; তিনি পুরাকাল অবধি এই সকল বিষয় জ্ঞাত করেন।”
18. Known G1110 unto God G2316 are G2076 all G3956 his G848 works G2041 from G575 the beginning of the world G165 .
19. অতএব আমার বিচার এই, পরজাতিগণের মধ্যে যাহারা ঈশ্বরের প্রতি ফিরে, তাহাদিগকে আমরা কষ্ট দিব না,
19. Wherefore G1352 my G1473 sentence is G2919 , that we trouble G3926 not G3361 them , which from G575 among the G3588 Gentiles G1484 are turned G1994 to G1909 God G2316 :
20. কেবল তাহাদিগকে লিখিয়া পাঠাইব, যেন তাহারা প্রতিমা সংক্রান্ত অশুচিতা, ব্যভিচার, গলা টিপিয়া মারা প্রাণীর মাংস, এবং রক্ত, এই সকল হইতে পৃথক্‌ থাকে।
20. But G235 that we write G1989 unto them G846 , that they abstain G567 from G575 pollutions G234 of idols G1497 , and G2532 from fornication G4202 , and G2532 from things strangled G4156 , and G2532 from blood G129 .
21. কেননা প্রতি নগরে অতি পূর্ব্বকালাবধি মোশির এমন লোক আছে, যাহারা তাঁহাকে প্রচার করে, প্রতি বিশ্রামবারে সমাজ-গৃহে সমাজ-গৃহে তাঁহার গ্রন্থ পাঠ হইতেছে।’
21. For G1063 Moses G3475 of old time G1537 G744 G1074 hath G2192 in every city G2596 G4172 them that preach G2784 him G846 , being read G314 in G1722 the G3588 synagogues G4864 every G2596 G3956 sabbath day G4521 .
22. তখন প্রেরিতগণ প্রাচীনবর্গ সমস্ত মণ্ডলীর সহযোগে, আপনাদের মধ্য হইতে মনোনীত কোন কোন লোককে, অর্থাৎ বার্শব্বা নামে আখ্যাত যিহূদা, এবং সীল, ভ্রাতৃগণের মধ্যে অগ্রগণ্য এই দুই জনকে পৌল বার্ণবার সহিত আন্তিয়খিয়ায় পাঠাইতে বিহিত বুঝিলেন;
22. Then G5119 pleased G1380 it the G3588 apostles G652 and G2532 elders G4245 , with G4862 the G3588 whole G3650 church G1577 , to send G3992 chosen G1586 men G435 of G1537 their own company G846 to G1519 Antioch G490 with G4862 Paul G3972 and G2532 Barnabas G921 : namely, Judas G2455 surnamed G1941 Barsabas G923 , and G2532 Silas G4609 , chief G2233 men G435 among G1722 the G3588 brethren G80 :
23. এবং তাঁহাদের হস্তে এইরূপ লিখিয়া পাঠাইলেন—‘আন্তিয়খিয়া, সুরিয়া কিলিকিয়ানিবাসী পরজাতীয় ভ্রাতৃগণের নিকটে প্রেরিতগণের প্রাচীনগণের, ভ্রাতৃগণের, মঙ্গলবাদ।
23. And they wrote G1125 letters by G1223 them G848 after this manner G3592 ; The G3588 apostles G652 and elders G4245 and G2532 brethren G80 send greeting G5463 unto the G3588 brethren G80 which G3588 are of G1537 the Gentiles G1484 in G2596 Antioch G490 and G2532 Syria G4947 and G2532 Cilicia G2791 .
24. আমরা শুনিতে পাইয়াছি যে, আমরা যাহাদিগকে কোন আজ্ঞা দিই নাই, এমন কয়েক ব্যক্তি আমাদের মধ্য হইতে গিয়া কথা দ্বারা তোমাদের প্রাণ অস্থির করিয়া তোমাদিগকে উদ্বিগ্ন করিয়া তুলিয়াছে।
24. Forasmuch as G1894 we have heard G191 , that G3754 certain G5100 which went out G1831 from G1537 us G2257 have troubled G5015 you G5209 with words G3056 , subverting G384 your G5216 souls G5590 , saying G3004 , Ye must be circumcised G4059 , and G2532 keep G5083 the G3588 law G3551 : to whom G3739 we gave no such commandment G1291 G3756 :
25. এই জন্য আমরা একমত হইয়া কয়েক জনকে মনোনীত করিয়া,
25. It seemed good G1380 unto us G2254 , being assembled G1096 with one accord G3661 , to send G3992 chosen G1586 men G435 unto G4314 you G5209 with G4862 our G2257 beloved G27 Barnabas G921 and G2532 Paul G3972 ,
26. আমাদের প্রিয় যে বার্ণবা পৌল আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামের নিমিত্ত প্রাণপণ করিয়াছেন, তাঁহাদের সঙ্গে উঁহাদিগকে তোমাদের নিকটে পাঠাইতে বিহিত বুঝিলাম।
26. Men G444 that have hazarded G3860 their G848 lives G5590 for G5228 the G3588 name G3686 of our G2257 Lord G2962 Jesus G2424 Christ G5547 .
27. অতএব যিহূদা সালকে প্রেরণ করিলাম, ইঁহারাও বাচনিক তোমাদিগকে সেই সকল বিষয় জ্ঞাত করিবেন।
27. We have sent G649 therefore G3767 Judas G2455 and G2532 Silas G4609 , who G846 shall also G2532 tell G518 you the G3588 same things G846 by mouth G1223 G3056 .
28. কারণ পবিত্র আত্মার এবং আমাদের ইহা বিহিত বোধ হইল, যেন এই কয়েকটী প্রয়োজনীয় বিষয় ছাড়া তোমাদের উপরে আর কোন ভার না দিই,
28. For G1063 it seemed good G1380 to the G3588 Holy G40 Ghost G4151 , and G2532 to us G2254 , to lay G2007 upon you G5213 no G3367 greater G4119 burden G922 than G4133 these G5130 necessary things G1876 ;
29. ফলে প্রতিমার প্রসাদ এবং রক্ত গলা টিপিয়া মারা প্রাণীর মাংস ব্যভিচার হইতে পৃথক্‌ থাকা তোমাদের উচিত; এই সকল হইতে আপনাদিগকে সযত্নে রক্ষা করিলে তোমাদের কুশল হইবে। তোমাদের মঙ্গল হউক।’
29. That ye abstain G567 from meats offered to idols G1494 , and G2532 from blood G129 , and G2532 from things strangled G4156 , and G2532 from fornication G4202 : from G1537 which G3739 if ye keep G1301 yourselves G1438 , ye shall do G4238 well G2095 , Fare ye well G4517 .
30. তখন তাঁহারা বিদায় হইয়া আন্তিয়খিয়ায় আসিলেন, এবং লোকসমূহকে একত্র করিয়া পত্রখানি দিলেন।
30. So G3767 when they G3588 were G3303 dismissed G630 , they came G2064 to G1519 Antioch G490 : and G2532 when they had gathered the multitude together G4863 G3588 G4128 , they delivered G1929 the G3588 epistle G1992 :
31. তাহা পাঠ করিয়া তাহারা সেই আশ্বাসের কথায় আনন্দিত হইল।
31. Which when G1161 they had read G314 , they rejoiced G5463 for G1909 the G3588 consolation G3874 .
32. আর যিহূদা সীল, আপনারাও ভাববাদী ছিলেন বলিয়া, অনেক কথা দ্বারা ভ্রাতৃগণকে আশ্বাস দিলেন সুস্থির করিলেন।
32. And G5037 Judas G2455 and G2532 Silas G4609 , being G5607 prophets G4396 also G2532 themselves G848 , exhorted G3870 the G3588 brethren G80 with G1223 many G4183 words G3056 , and G2532 confirmed G1991 them.
33. কিছু কাল যাপন করিয়া শেষে, যাঁহারা তাঁহাদিগকে পাঠাইয়াছিলেন,
33. And G1161 after they had tarried G4160 there a space G5550 , they were let go G630 in G3326 peace G1515 from G575 the G3588 brethren G80 unto G4314 the G3588 apostles G652 .
34. তাঁহাদের কাছে ফিরিয়া যাইবার নিমিত্ত তাঁহারা ভ্রাতৃগণের নিকট হইতে শান্তিতে বিদায় পাইলেন।
34. Notwithstanding G1161 it pleased G1380 Silas G4609 to abide G1961 there G847 still.
35. কিন্তু পৌল বার্ণবা আন্তিয়খিয়াতে অবস্থিতি করিলেন, তাঁহারা অন্য অন্য অনেক লোকের সহিত প্রভুর বাক্য লইয়া শিক্ষা দিতেন সুসমাচার প্রচার করিতেন।
35. Paul G3972 also G1161 and G2532 Barnabas G921 continued G1304 in G1722 Antioch G490 , teaching G1321 and G2532 preaching G2097 the G3588 word G3056 of the G3588 Lord G2962 , with G3326 many G4183 others G2087 also G2532 .
36. কতক দিন পরে পৌল বার্ণবাকে কহিলেন, চল, আমরা যে সকল নগরে প্রভুর বাক্য প্রচার করিয়াছিলাম, সেই সকল নগরে এখন ফিরিয়া গিয়া ভ্রাতৃগণের তত্ত্বাবধান করি, দেখি, তাহারা কেমন আছে।
36. And G1161 some G5100 days G2250 after G3326 Paul G3972 said G2036 unto G4314 Barnabas G921 , Let us go again G1994 G1211 and visit G1980 our G2257 brethren G80 in G2596 every G3956 city G4172 where G1722 G3739 we have preached G2605 the G3588 word G3056 of the G3588 Lord G2962 , and see how G4459 they do G2192 .
37. আর বার্ণবা চাহিলেন, যোহন, যাঁহাকে মার্ক বলে, তাঁহাকেও সঙ্গে লইয়া যাইবেন;
37. And G1161 Barnabas G921 determined G1011 to take with G4838 them John G2491 , whose surname was G2564 Mark G3138 .
38. কিন্তু পৌল মনে করিলেন, যে ব্যক্তি পাম্ফুলিয়াতে তাঁহাদিগকে ছাড়িয়া গিয়াছিল, তাঁহাদের সহিত কার্য্যে গমন করে নাই, এমন লোককে সঙ্গে করিয়া লওয়া উচিত নয়।
38. But G1161 Paul G3972 thought not good G515 G3361 to take him with G4838 G5126 them , who departed G868 from G575 them G846 from G575 Pamphylia G3828 , and G2532 went not with G4905 G3361 them G846 to G1519 the G3588 work G2041 .
39. ইহাতে এমন বিতণ্ডা হইল যে, তাঁহারা পরস্পর পৃথক্‌ হইলেন; বার্ণবা মার্ককে সঙ্গে করিয়া জাহাজে কুপ্রে গমন করিলেন;
39. And G3767 the contention was so sharp between G3948 G1096 them, that G5620 they G846 departed asunder G673 one from the other G575 G240 : and G5037 so Barnabas G921 took G3880 Mark G3138 , and sailed G1602 unto G1519 Cyprus G2954 ;
40. কিন্তু পৌল সীলকে মনোনীত করিয়া, ভ্রাতৃগণের দ্বারা প্রভুর অনুগ্রহে সমর্পিত হইয়া প্রস্থান করিলেন।
40. And G1161 Paul G3972 chose G1951 Silas G4609 , and departed G1831 , being recommended G3860 by G5259 the G3588 brethren G80 unto the G3588 grace G5485 of God G2316 .
41. আর তিনি সুরিয়া কিলিকিয়া দিয়া গমন করিতে করিতে মণ্ডলীগণকে সুস্থির করিলেন।
41. And G1161 he went through G1330 Syria G4947 and G2532 Cilicia G2791 , confirming G1991 the G3588 churches G1577 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×