Bible Versions
Bible Books

2
:

BNV
1. অতএব তোমরা সমস্ত দুষ্টতা সমস্ত ছল এবং কপটতা মাৎসর্য্য সমস্ত পরীবাদ ত্যাগ করিয়া
1. Wherefore G3767 laying aside G659 all G3956 malice G2549 , and G2532 all G3956 guile G1388 , and G2532 hypocrisies G5272 , and G2532 envies G5355 , and G2532 all G3956 evil speakings G2636 ,
2. নবজাত শিশুদের ন্যায় সেই পারমার্থিক অমিশ্রিত দুগ্ধের লালসা কর, যেন তাহার গুণে পরিত্রাণের জন্য বৃদ্ধি পাও,
2. As G5613 newborn G738 babes G1025 , desire G1971 the G3588 sincere G97 milk G1051 of the word G3050 , that G2443 ye may grow G837 thereby G1722 G846 :
3. যদি তোমরা এমন আস্বাদ পাইয়া থাক যে, প্রভু মঙ্গলময়
3. If so be G1512 ye have tasted G1089 that G3754 the G3588 Lord G2962 is gracious G5543 .
4. তোমরা তাঁহারই নিকটে,—মনুষ্যকর্ত্তৃক অগ্রাহ্য, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে মনোনীত মহামূল্য জীবন্ত প্রস্তরের নিকটে
4. To G4314 whom G3739 coming G4334 , as unto a living G2198 stone G3037 , disallowed G593 indeed G3303 of G5259 men G444 , but G1161 chosen G1588 of G3844 God G2316 , and precious G1784 ,
5. —আসিয়া জীবন্ত প্রস্তরের ন্যায় আত্মিক গৃহস্বরূপে গাঁথিয়া তোলা যাইতেছ, যেন পবিত্র যাজকবর্গ হইয়া যীশু খ্রীষ্ট দ্বারা ঈশ্বরের গ্রাহ্য আত্মিক বলি উৎসর্গ করিতে পার।
5. Ye G846 also G2532 , as G5613 lively G2198 stones G3037 , are built up G3618 a spiritual G4152 house G3624 , an holy G40 priesthood G2406 , to offer up G399 spiritual G4152 sacrifices G2378 , acceptable G2144 to God G2316 by G1223 Jesus G2424 Christ G5547 .
6. কেননা শাস্ত্রে এই কথা পাওয়া যায়, “দেখ, আমি সিয়োনে কোণের এক মনোনীত মহামূল্য প্রস্তর স্থাপন করি; তাঁহার উপর যে বিশ্বাস করে, সে লজ্জিত হইবে না।”
6. Wherefore G1352 also G2532 it is contained G4023 in G1722 the G3588 scripture G1124 , Behold G2400 , I lay G5087 in G1722 Zion G4622 a chief corner stone G204 G3037 , elect G1588 , precious G1784 : and G2532 he that believeth G4100 on G1909 him G846 shall not G3364 be confounded G2617 .
7. অতএব তোমরা যাহারা বিশ্বাস করিতেছ, মহামূল্যতা তোমাদেরই জন্য; কিন্তু যাহারা বিশ্বাস করে না, তাহাদের জন্য “যে প্রস্তর গাঁথকেরা অগ্রাহ্য করিয়াছে, তাহাই কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল;”
7. Unto you G5213 therefore G3767 which believe G4100 he is precious G5092 : but G1161 unto them which be disobedient G544 , the stone G3037 which G3739 the G3588 builders G3618 disallowed G593 , the same G3778 is made G1096 the G1519 head G2776 of the corner G1137 ,
8. আবারা তাহা হইয়া উঠিল, “ব্যঘাতজনক প্রস্তর বিঘ্নজনক পাষাণ।” বাক্যের অবাধ্য হওয়াতে তাহারা ব্যাঘাত পায়, এবং তাহার জন্যই নিযুক্ত হইয়াছিল।
8. And G2532 a stone G3037 of stumbling G4348 , and G2532 a rock G4073 of offense G4625 , even to them which G3739 stumble G4350 at the G3588 word G3056 , being disobedient G544 : whereunto G1519 G3739 also G2532 they were appointed G5087 .
9. কিন্তু তোমরা “মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাঁহারই গুণকীর্ত্তন কর,” যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন।
9. But G1161 ye G5210 are a chosen G1588 generation G1085 , a royal G934 priesthood G2406 , a holy G40 nation G1484 , a peculiar G1519 G4047 people G2992 ; that G3704 ye should show forth G1804 the G3588 praises G703 of him G3588 who hath called G2564 you G5209 out of G1537 darkness G4655 into G1519 his G846 marvelous G2298 light G5457 :
10. পূর্ব্বে তোমরা “প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হইয়াছ; দয়া প্রাপ্ত ছিলে না কিন্তু এখন দয়া পাইয়াছ।”
10. Which G3588 in time past G4218 were not G3756 a people G2992 , but G1161 are now G3568 the people G2992 of God G2316 : which had not obtained mercy G1653 G3756 , but G1161 now G3568 have obtained mercy G1653 .
11. প্রিয়তমেরা, আমি নিবেদন করি, তোমরা বিদেশী প্রবাসী বলিয়া মাংসিক অভিলাষ সকল হইতে নিবৃত্ত হও, সেগুলি আত্মার বিরুদ্ধে যুদ্ধ করে।
11. Dearly beloved G27 , I beseech G3870 you as G5613 strangers G3941 and G2532 pilgrims G3927 , abstain G567 from fleshly G4559 lusts G1939 , which G3748 war G4754 against G2596 the G3588 soul G5590 ;
12. আর পরজাতীয়দের মধ্যে আপন আপন আচার ব্যবহার উত্তম করিয়া রাখ; তাহা হইলে তাহারা যে বিষয়ে দুষ্কর্ম্মকারী বলিয়া তোমাদের পরীবাদ করে, স্বচক্ষে তোমাদের সৎক্রিয়া দেখিলে সেই বিষয়ে তত্ত্বাবধানের দিনে ঈশ্বরের গৌরব করিবে।
12. Having G2192 your G5216 conversation G391 honest G2570 among G1722 the G3588 Gentiles G1484 : that G2443 , whereas G1722 G3739 they speak against G2635 you G5216 as G5613 evildoers G2555 , they may by G1537 your good G2570 works G2041 , which they shall behold G2029 , glorify G1392 God G2316 in G1722 the day G2250 of visitation G1984 .
13. তোমরা প্রভুর নিমিত্ত মানবসৃষ্ট সমস্ত নিয়োগের বশীভূত হও, রাজার বশীভূত হও, তিনি প্রধান;
13. Submit yourselves G5293 to G3767 every G3956 ordinance G2937 of man G442 for the Lord's sake G1223 G3588 G2962 : whether G1535 it be to the king G935 , as G5613 supreme G5242 ;
14. দেশাধ্যক্ষদের বশীভূত হও, তাঁহারা দুরাচারদের প্রতিফল দিবার নিমিত্ত সদাচারদের প্রশংসার নিমিত্ত তাঁহার দ্বারা প্রেরিত।
14. Or G1535 unto governors G2232 , as G5613 unto them that are sent G3992 by G1223 him G846 for G1519 the punishment G1557 of G3303 evildoers G2555 , and G1161 for the praise G1868 of them that do well G17 .
15. কেননা ঈশ্বরের ইচ্ছা এই, যেন এইরূপে তোমরা সদাচরণ করিতে করিতে নির্ব্বোধ মনুষ্যদের অজ্ঞানতাকে নিরুত্তর কর।
15. For G3754 so G3779 is G2076 the G3588 will G2307 of God G2316 , that with well doing G15 ye may put to silence G5392 the G3588 ignorance G56 of foolish G878 men G444 :
16. আপনাদিগকে স্বাধীন জান; আর স্বাধীনতাকে দুষ্টতার আবরণ করিও না, কিন্তু আপনাদিগকে ঈশ্বরের দাস জান।
16. As G5613 free G1658 , and G2532 not G3361 using G2192 your liberty G1657 for G5613 a cloak G1942 of maliciousness G2549 , but G235 as G5613 the servants G1401 of God G2316 .
17. সকলকে সমাদর কর, ভ্রাতৃসমাজকে প্রেম কর, ঈশ্বরকে ভয় কর, রাজাকে সমাদর কর।
17. Honor G5091 all G3956 men. Love G25 the G3588 brotherhood G81 . Fear G5399 God G2316 . Honor G5091 the G3588 king G935 .
18. হে দাসগণ, তোমরা সম্পূর্ণ ভয়ের সহিত আপন আপন স্বামিগণের বশীভূত হও; কেবল সজ্জন শান্ত স্বামীদের নয়, কিন্তু কুটিল স্বামীদেরও বশীভূত হও।
18. Servants G3610 , be subject to G5293 your masters G1203 with G1722 all G3956 fear G5401 ; not G3756 only G3440 to the G3588 good G18 and G2532 gentle G1933 , but G235 also G2532 to the G3588 froward G4646 .
19. কেননা কেহ যদি ঈশ্বরের উদ্দেশ্যে সংবেদ প্রযুক্ত অন্যায় ভোগ করিয়া দুঃখ সহ্য করে, তবে তাহাই সাধুবাদের বিষয়।
19. For G1063 this G5124 is thankworthy G5485 , if G1487 a man G5100 for G1223 conscience G4893 toward God G2316 endure G5297 grief G3077 , suffering G3958 wrongfully G95 .
20. বস্তুতঃ পাপ করিয়া চপেটাঘাত প্রাপ্ত হইলে যদি তোমরা সহ্য কর, তবে তাহাতে সুখ্যাতি কি? কিন্তু সদাচরণ করিয়া দুঃখ ভোগ করিলে যদি সহ্য কর, তবে তাহাই ঈশ্বরের কাছে সাধুবাদের বিষয়।
20. For G1063 what G4169 glory G2811 is it, if G1487 , when ye be buffeted G2852 G2532 for your faults G264 , ye shall take it patiently G5278 ? but G235 if G1487 , when ye do well G15 , and G2532 suffer G3958 for it, ye take it patiently G5278 , this G5124 is acceptable G5485 with G3844 God G2316 .
21. কারণ তোমরা ইহারই নিমিত্ত আহূত হইয়াছ; কেননা খ্রীষ্টও তোমাদের নিমিত্ত দুঃখ ভোগ করিলেন, বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাঁহার পদচিহ্নের অনুগমন কর;
21. For G1063 even hereunto G1519 G5124 were ye called G2564 : because G3754 Christ G5547 also G2532 suffered G3958 for G5228 us G2257 , leaving G5277 us G2254 an example G5261 , that G2443 ye should follow G1872 his G846 steps G2487 :
22. “তিনি পাপ করেন নাই, তাঁহার মুখে কোন ছলও পাওয়া যায় নাই”।
22. Who G3739 did G4160 no G3756 sin G266 , neither G3761 was guile G1388 found G2147 in G1722 his G846 mouth G4750 :
23. তিনি নিন্দিত হইলে প্রতিনিন্দা করিতেন না; দুঃখভোগ কালে তর্জ্জন করিতেন না, কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন, তাঁহার উপর ভার রাখিতেন।
23. Who G3739 , when he was reviled G3058 , reviled not again G486 G3756 ; when he suffered G3958 , he threatened G546 not G3756 ; but G1161 committed G3860 himself to him that judgeth G2919 righteously G1346 :
24. তিনি আমাদের “পাপভার তুলিয়া লইয়া” আপনি নিজে দেহে কাষ্ঠের উপরে বহন করিলেন, যেন আমরা পাপের পক্ষে মরিয়া ধার্ম্মিকতার পক্ষে জীবিত হই; “তাঁহারই ক্ষত দ্বারা তোমরা আরোগ্য প্রাপ্ত হইয়াছ”।
24. Who G3739 his own self G848 bare G399 our G2257 sins G266 in G1722 his own G848 body G4983 on G1909 the G3588 tree G3586 , that G2443 we , being dead G581 to sins G266 , should live G2198 unto righteousness G1343 : by whose G3739 stripes G3468 ye were healed G2390 .
25. কেননা তোমরা “মেষের ন্যায় ভ্রান্ত হইয়াছিলে,” কিন্তু এখন তোমাদের প্রাণের পালক অধ্যক্ষের কাছে ফিরিয়া আসিয়াছ।
25. For G1063 ye were G2258 as G5613 sheep G4263 going astray G4105 ; but G235 are now G3568 returned G1994 unto G1909 the G3588 Shepherd G4166 and G2532 Bishop G1985 of your G5216 souls G5590 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×