|
|
1. আবার সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,
|
1. The word H1697 of the LORD H3068 came H1961 again unto H413 me, saying H559 ,
|
2. হে মনুষ্য-সন্তান, তুমি সোরের বিষয়ে বিলাপ কর।
|
2. Now, thou H859 son H1121 of man H120 , take up H5375 a lamentation H7015 for H5921 Tyrus H6865 ;
|
3. সোরকে বল, হে সমুদ্রের প্রবেশস্থান-নিবাসিনি, অনেক উপকূলে জাতিগণের বণিক্, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে সোর, তুমি বলিতেছ, আমি পরমসুন্দরী।
|
3. And say H559 unto Tyrus H6865 , O thou that art situate H3427 at H5921 the entry H3997 of the sea H3220 , which art a merchant H7402 of the people H5971 for H413 many H7227 isles H339 , Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 ; O Tyrus H6865 , thou H859 hast said H559 , I H589 am of perfect H3632 beauty H3308 .
|
4. সমুদ্রগণের মধ্যস্থলে তোমার স্থান আছে; তোমার নির্ম্মাণকারীরা তোমার সৌন্দর্য্য সিদ্ধ করিয়াছে।
|
4. Thy borders H1366 are in the midst H3820 of the seas H3220 , thy builders H1129 have perfected H3634 thy beauty H3308 .
|
5. তাহারা সনীরীয় দেবদারু কাষ্ঠে তোমার সমস্ত তক্তা প্রস্তুত করিয়াছে, তোমার জন্য মাস্তুল প্রস্তুত করণার্থে লিবানোন হইতে এরস বৃক্ষ গ্রহণ করিয়াছে।
|
5. They have made H1129 H853 all H3605 thy ship boards H3871 of fir trees H1265 of Senir H4480 H8149 : they have taken H3947 cedars H730 from Lebanon H4480 H3844 to make H6213 masts H8650 for H5921 thee.
|
6. তাহারা বাশন দেশীয় অল্লোন বৃক্ষ হইতে তোমার দাঁড় প্রস্তুত করিয়াছে; কিত্তীয় উপকূলসমূহ হইতে আনীত তাশূর কাষ্ঠে খচিত হস্তিদন্ত দ্বারা তোমার তক্তা নির্ম্মাণ করিয়াছে।
|
6. Of the oaks H437 of Bashan H4480 H1316 have they made H6213 thine oars H4880 ; the company H1323 of the Ashurites H804 have made H6213 thy benches H7175 of ivory H8127 , brought out of the isles H4480 H339 of Chittim H3794 .
|
7. তোমার পতাকা হইবার জন্য মিসর দেশ হইতে আনীত সূচী-কর্ম্মে চিত্রিত মসীনা-বস্ত্র তোমার পাইল ছিল; ইলীশার উপকূলসমূহ হইতে আনীত নীল ও বেগুনে বস্ত্র তোমার আচ্ছাদন ছিল।
|
7. Fine linen H8336 with embroidered work H7553 from Egypt H4480 H4714 was H1961 that which thou spreadest forth H4666 to be H1961 thy sail H5251 ; blue H8504 and purple H713 from the isles H4480 H339 of Elishah H473 was H1961 that which covered H4374 thee.
|
8. সীদোন ও অর্বদ-নিবাসিগণ তোমার দাঁড়ী ছিল; হে সোর, তোমার জ্ঞানবানেরা তোমার মধ্যে তোমার কর্ণধার ছিল।
|
8. The inhabitants H3427 of Zidon H6721 and Arvad H719 were H1961 thy mariners H7751 : thy wise H2450 men , O Tyrus H6865 , that were H1961 in thee , were thy pilots H2259 .
|
9. গবালের প্রাচীনবর্গ ও জ্ঞানবানেরা তোমার মধ্যে তোমার ছিদ্র-প্রতীকারক ছিল। সমুদ্রগামী সমুদয় জাহাজ ও তাহাদের নাবিকগণ তোমার বাণিজ্যদ্রব্যের বিনিময় করিবার জন্য তোমার মধ্যে ছিল।
|
9. The ancients H2205 of Gebal H1380 and the wise H2450 men thereof were H1961 in thee thy caulkers H2388 H919 : all H3605 the ships H591 of the sea H3220 with their mariners H4419 were H1961 in thee to occupy H6149 thy merchandise H4627 .
|
10. পারস, লূদ ও পূট দেশীয়েরা তোমার সৈন্যসামন্তের মধ্যে তোমার যোদ্ধা ছিল; তাহারা তোমার মধ্যে ঢাল ও শিরস্ত্র টাঙ্গাইয়া রাখিত; তাহারাই তোমার শোভা সম্পাদন করিয়াছে।
|
10. They of Persia H6539 and of Lud H3865 and of Phut H6316 were H1961 in thine army H2428 , thy men H376 of war H4421 : they hanged H8518 the shield H4043 and helmet H3553 in thee; they H1992 set forth H5414 thy comeliness H1926 .
|
11. অর্বদের লোক তোমার সৈন্যসামন্তের সহিত চারিদিকে তোমার প্রাচীরের উপরে ছিল, যুদ্ধবীরেরা তোমার সকল উচ্চগৃহে ছিল; তাহারা চারিদিকে তোমার প্রাচীরে আপন আপন ঢাল টাঙ্গাইত; তাহারাই তোমার সৌন্দর্য্য সিদ্ধ করিয়াছে।
|
11. The men H1121 of Arvad H719 with thine army H2428 were upon H5921 thy walls H2346 round about H5439 , and the Gammadims H1575 were H1961 in thy towers H4026 : they hanged H8518 their shields H7982 upon H5921 thy walls H2346 round about H5439 ; they H1992 have made thy beauty perfect H3634 H3308 .
|
12. সর্ব্বপ্রকার ধনের প্রাচুর্য্য প্রযুক্ত তর্শীশ তোমার বণিক্ ছিল; তাহারা রৌপ্য, লৌহ, দস্তা ও সীসা দিয়া তোমার পণ্য পরিশোধ করিত।
|
12. Tarshish H8659 was thy merchant H5503 by reason of the multitude H4480 H7230 of all H3605 kind of riches H1952 ; with silver H3701 , iron H1270 , tin H913 , and lead H5777 , they traded H5414 in thy fairs H5801 .
|
13. যবন, তূবল ও মেশক তোমার ব্যবসায়ী ছিল; তাহারা মনুষ্যের প্রাণ ও তৈজস পাত্র দিয়া তোমার বাণিজ্যদ্রব্যের বিনিময় করিত।
|
13. Javan H3120 , Tubal H8422 , and Meshech H4902 , they H1992 were thy merchants H7402 : they traded H5414 the persons H5315 of men H120 and vessels H3627 of brass H5178 in thy market H4627 .
|
14. তোগর্মকুলের লোকেরা ঘোটক, যুদ্ধাশ্ব ও অশ্বতর আনিয়া তোমার পণ্য পরিশোধ করিত।
|
14. They of the house H4480 H1004 of Togarmah H8425 traded H5414 in thy fairs H5801 with horses H5483 and horsemen H6571 and mules H6505 .
|
15. দদান-সন্তানেরা তোমার ব্যবসায়ী ছিল, অনেক উপকূল তোমার করায়ত্ত হট্ট ছিল; তাহারা হস্তিদন্তের শৃঙ্গ ও আব্লুস কাষ্ঠ তোমার মূল্যরূপে আনিত।
|
15. The men H1121 of Dedan H1719 were thy merchants H7402 ; many H7227 isles H339 were the merchandise H5506 of thine hand H3027 : they brought H7725 thee for a present H814 horns H7161 of ivory H8127 and ebony H1894 .
|
16. তোমার নির্ম্মিত দ্রব্যের বাহুল্য প্রযুক্ত অরাম তোমার বণিক্ ছিল; তথাকার লোকেরা তাম্রমণি, বেগুনে ও বুটাদার বস্ত্র, মসীনা-বস্ত্র এবং প্রবাল ও পদ্মরাগমণি দিয়া তোমার পণ্য পরিশোধ করিত।
|
16. Syria H758 was thy merchant H5503 by reason of the multitude H4480 H7230 of the wares of thy making H4639 : they occupied H5414 in thy fairs H5801 with emeralds H5306 , purple H713 , and embroidered work H7553 , and fine linen H948 , and coral H7215 , and agate H3539 .
|
17. যিহূদা এবং ইস্রায়েল-দেশ তোমার ব্যবসায়ী ছিল; তথাকার লোকেরা মিন্নীতের গোধূম, পক্বান্ন, মধু, তৈল ও তরুসার দিয়া তোমার বাণিজ্যদ্রব্যের বিনিময় করিত।
|
17. Judah H3063 , and the land H776 of Israel H3478 , they H1992 were thy merchants H7402 : they traded H5414 in thy market H4627 wheat H2406 of Minnith H4511 , and Pannag H6436 , and honey H1706 , and oil H8081 , and balm H6875 .
|
18. সর্ব্বপ্রকার ধনবাহুল্য হেতু তোমার নির্ম্মিত দ্রব্যের প্রাচুর্য্য প্রযুক্ত দম্মেশক তোমার বণিক্ ছিল, তথাকার লোকেরা হিল্বোনের দ্রাক্ষারস ও শুভ্র মেষলোম আনিত।
|
18. Damascus H1834 was thy merchant H5503 in the multitude H7230 of the wares of thy making H4639 , for the multitude H4480 H7230 of all H3605 riches H1952 ; in the wine H3196 of Helbon H2463 , and white H6713 wool H6785 .
|
19. বদান ও যবন উষল হইতে আসিয়া তোমার পণ্য পরিশোধ করিত; তোমার বিনিমেয় দ্রব্যের মধ্যে কান্তলৌহ, কাশ ও দারুচিনি থাকিত।
|
19. Dan H2051 also and Javan H3120 going to and fro H235 occupied H5414 in thy fairs H5801 : bright H6219 iron H1270 , cassia H6916 , and calamus H7070 , were H1961 in thy market H4627 .
|
20. দদান রথে বিস্তরণীয় দুলিচা সম্বন্ধে তোমার ব্যবসায়ী ছিল।
|
20. Dedan H1719 was thy merchant H7402 in precious H2667 clothes H899 for chariots H7396 .
|
21. আরব, এবং কেদরের অধ্যক্ষেরা সকলে তোমার করায়ত্ত বণিক্ ছিল, মেষশাবক, মেষ ও ছাগ, এই সকল বিষয়ে তাহারা তোমার বণিক্ ছিল।
|
21. Arabia H6152 , and all H3605 the princes H5387 of Kedar H6938 , they H1992 occupied with H5503 H3027 thee in lambs H3733 , and rams H352 , and goats H6260 : in these were they thy merchants H5503 .
|
22. শিবার ও রয়মার ব্যবসায়ীরাও তোমার ব্যবসায়ী ছিল; তাহারা সর্ব্বপ্রকার শ্রেষ্ঠ গন্ধদ্রব্য ও সর্ব্বপ্রকার বহুমূল্য প্রস্তর এবং স্বর্ণ দিয়া তোমার পণ্য পরিশোধ করিত।
|
22. The merchants H7402 of Sheba H7614 and Raamah H7484 , they H1992 were thy merchants H7402 : they occupied H5414 in thy fairs H5801 with chief H7218 of all H3605 spices H1314 , and with all H3605 precious H3368 stones H68 , and gold H2091 .
|
23. হারণ, কন্নী, এদন, শিবার এই ব্যবসায়ীরা, এবং অশূর ও কিল্মদ তোমার ব্যবসায়ী ছিল।
|
23. Haran H2771 , and Canneh H3656 , and Eden H5729 , the merchants H7402 of Sheba H7614 , Asshur H804 , and Chilmad H3638 , were thy merchants H7402 .
|
24. ইহারা তোমার ব্যবসায়ী ছিল; ইহারা অপূর্ব্ব বস্ত্র এবং নীলবর্ণ ও বুটাদার প্রবারণ ও শিল্পিত বস্ত্র, রজ্জুবদ্ধ এরস কাষ্ঠময় সিন্দুকে করিয়া, তোমার বিক্রয়স্থানে আনয়ন করিত।
|
24. These H1992 were thy merchants H7402 in all sorts H4360 of things , in blue H8504 clothes H1545 , and embroidered work H7553 , and in chests H1595 of rich apparel H1264 , bound H2280 with cords H2256 , and made of cedar H729 , among thy merchandise H4819 .
|
25. তর্শীশের জাহাজ সকল দ্রব্য-বিনিময়ে তোমার কাফিলা ছিল; এইরূপে তুমি পরিপূর্ণা ছিলে, সমুদ্রগণের মধ্যস্থলে অতিশয় প্রতাপান্বিতা ছিলে।
|
25. The ships H591 of Tarshish H8659 did sing H7788 of thee in thy market H4627 : and thou wast replenished H4390 , and made very glorious H3513 H3966 in the midst H3820 of the seas H3220 .
|
26. তোমার দাঁড়ীরা তোমাকে প্রশস্ত জলে লইয়া গিয়াছে; পূর্ব্বীয় বায়ু সমুদ্রগণের মধ্যস্থলে তোমাকে ভাঙ্গিয়া ফেলিয়াছে।
|
26. Thy rowers H7751 have brought H935 thee into great H7227 waters H4325 : the east H6921 wind H7307 hath broken H7665 thee in the midst H3820 of the seas H3220 .
|
27. তোমার ধন, তোমার পণ্যদ্রব্যসমূহ, তোমার বিনিমেয় দ্রব্য সকল, তোমার নাবিকগণ, তোমার কর্ণধারেরা, তোমার ছিদ্র-প্রতীকারকগণ ও দ্রব্য বিনিময়কারীরা, এবং তোমার মধ্যবর্ত্তী সমস্ত যোদ্ধা তোমার মধ্যস্থিত জনসমাজের সঙ্গে তোমার পতনের দিনে সমুদ্রগণের মধ্যস্থলে পতিত হইবে।
|
27. Thy riches H1952 , and thy fairs H5801 , thy merchandise H4627 , thy mariners H4419 , and thy pilots H2259 , thy caulkers H2388 H919 , and the occupiers H6148 of thy merchandise H4267 , and all H3605 thy men H376 of war H4421 , that H834 are in thee , and in all H3605 thy company H6951 which H834 is in the midst H8432 of thee , shall fall H5307 into the midst H3820 of the seas H3220 in the day H3117 of thy ruin H4658 .
|
28. তোমার কর্ণধারদের ক্রন্দনের শব্দে উপনগর সকল কম্পিত হইবে।
|
28. The suburbs H4054 shall shake H7493 at the sound H6963 of the cry H2201 of thy pilots H2259 .
|
29. আর সমুদয় দাঁড়ী, নাবিকগণ, সমুদ্রগামী সমস্ত কর্ণধার আপন আপন জাহাজ হইতে নামিয়া স্থলে দাঁড়াইবে,
|
29. And all H3605 that handle H8610 the oar H4880 , the mariners H4419 , and all H3605 the pilots H2259 of the sea H3220 , shall come down H3381 from their ships H4480 H591 , they shall stand H5975 upon H413 the land H776 ;
|
30. তোমার জন্য উচ্চৈঃস্বর করিবে, তীব্র ক্রন্দন করিবে, আপন আপন মস্তকে ধূলা দিবে ও ভস্মে লুণ্ঠন করিবে।
|
30. And shall cause their voice H6963 to be heard H8085 against H5921 thee , and shall cry H2199 bitterly H4751 , and shall cast up H5927 dust H6083 upon H5921 their heads H7218 , they shall wallow themselves H6428 in the ashes H665 :
|
31. আর তাহারা তোমার জন্য মস্তক মুণ্ডন করিবে, ও কটিদেশে চট বাঁধিবে, এবং তোমার জন্য প্রাণের দুঃখে রোদন সহকারে তীব্র বিলাপ করিবে।
|
31. And they shall make themselves utterly bald H7139 H7144 for H413 thee , and gird H2296 them with sackcloth H8242 , and they shall weep H1058 for H413 thee with bitterness H4751 of heart H5315 and bitter H4751 wailing H4553 .
|
32. আর তাহারা শোক করিয়া তোমার জন্য বিলাপ করিবে, তোমার বিষয়ে এই বলিয়া বিলাপ করিবে, ‘কে সোরের তুল্য, সমুদ্রের মধ্যস্থানে নিস্তব্ধীকৃতার তুল্য?
|
32. And in their wailing H5204 they shall take up H5375 a lamentation H7015 for H413 thee , and lament H6969 over H5921 thee, saying , What H4310 city is like Tyrus H6865 , like the destroyed H1822 in the midst H8432 of the sea H3220 ?
|
33. যখন সমুদ্র সকল হইতে তোমার পণ্য দ্রব্য নানা স্থানে যাইত, তখন তুমি বহুসংখ্য জাতিকে তৃপ্ত করিতে; তোমার ধনের ও বিনিমেয় দ্রব্যের বাহুল্যে তুমি পৃথিবীর রাজগণকে ধনী করিতে।
|
33. When thy wares H5801 went forth H3318 out of the seas H4480 H3220 , thou filledst H7646 many H7227 people H5971 ; thou didst enrich H6238 the kings H4428 of the earth H776 with the multitude H7230 of thy riches H1952 and of thy merchandise H4627 .
|
34. এখন তুমি সমুদ্র দ্বারা গভীর জলে ভগ্ন হইলে তোমার বিনিমেয় দ্রব্য ও তোমার সমস্ত সমাজ তোমার মধ্যে পতিত হইল।
|
34. In the time H6256 when thou shalt be broken H7665 by the seas H4480 H3220 in the depths H4615 of the waters H4325 thy merchandise H4627 and all H3605 thy company H6951 in the midst H8432 of thee shall fall H5307 .
|
35. উপকূল-নিবাসিগণ সকলে তোমার অবস্থায় বিস্ময়াপন্ন হইয়াছে, ও তাহাদের রাজগণ নিতান্ত উদ্বিগ্ন হইয়াছে, বিকৃতবদন হইয়াছে।
|
35. All H3605 the inhabitants H3427 of the isles H339 shall be astonished H8074 at H5921 thee , and their kings H4428 shall be sore afraid H8175 H8178 , they shall be troubled H7481 in their countenance H6440 .
|
36. জাতিগণের মধ্যবর্ত্তী বণিক্গণ তোমার বিষয়ে শিশ দেয়; তুমি ত্রাসস্বরূপ হইলে, এবং তুমি কোন কালে আর হইবে না।’
|
36. The merchants H5503 among the people H5971 shall hiss H8319 at H5921 thee ; thou shalt be H1961 a terror H1091 , and never H369 shalt be any more H5704 H5769 .
|