|
|
1. হে সদাপ্রভু, আমাদের প্রতি যাহা ঘটিয়াছে, স্মরণ কর, দৃষ্টিপাত কর, আমাদের অপমান দেখ।
|
1. Remember H2142 , O LORD H3068 , what H4100 is come H1961 upon us: consider H5027 , and behold H7200 H853 our reproach H2781 .
|
2. আমাদের অধিকার বিদেশীদের হস্তে, আমাদের বাটী সকল বিজাতীয়দের হস্তে গিয়াছে।
|
2. Our inheritance H5159 is turned H2015 to strangers H2114 , our houses H1004 to aliens H5237 .
|
3. আমরা অনাথ ও পিতৃহীন, আমাদের মাতারা বিধবাদের ন্যায় হইয়াছেন।
|
3. We are H1961 orphans H3490 and fatherless H369 H1 , our mothers H517 are as widows H490 .
|
4. আমাদের জল আমরা রৌপ্য দিয়া পান করিয়াছি, আমাদের কাষ্ঠ মূল্য দিয়া কিনিতে হয়।
|
4. We have drunken H8354 our water H4325 for money H3701 ; our wood H6086 is sold H935 H4242 unto us.
|
5. লোকে ঘাড় ধরিয়া আমাদিগকে তাড়না করে, আমরা পরিশ্রান্ত, কিছুই বিশ্রাম পাই না।
|
5. Our necks H6677 are under H5921 persecution H7291 : we labor H3021 , and have no rest H3808 H5117 .
|
6. আমরা মিস্রীয়দের কাছে করযোড় করিয়াছি, অশূরীয়দের কাছেও করিয়াছি, খাদ্যে তৃপ্ত হইবার জন্য।
|
6. We have given H5414 the hand H3027 to the Egyptians H4714 , and to the Assyrians H804 , to be satisfied H7646 with bread H3899 .
|
7. আমাদের পিতৃপুরুষেরা পাপ করিয়াছেন, এখন তাঁহারা নাই, আমরাই তাঁহাদের অপরাধ বহন করিয়াছি।
|
7. Our fathers H1 have sinned H2398 , and are not H369 ; and we H587 have borne H5445 their iniquities H5771 .
|
8. আমাদের উপরে দাসেরা কর্ত্তৃত্ব করে, তাহাদের হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করে, এমন কেহ নাই।
|
8. Servants H5650 have ruled over H4910 us: there is none H369 that doth deliver H6561 us out of their hand H4480 H3027 .
|
9. প্রাণসংশয়ে আমরা খাদ্য আহরণ করি, প্রান্তরে স্থিত খড়্গ প্রযুক্ত।
|
9. We got H935 our bread H3899 with the peril of our lives H5315 because of H4480 H6440 the sword H2719 of the wilderness H4057 .
|
10. আমাদের চর্ম্ম তুন্দুরের ন্যায় জ্বলে, দুর্ভিক্ষের জ্বলন্ত তাপ প্রযুক্ত।
|
10. Our skin H5785 was black H3648 like an oven H8574 because of H4480 H6440 the terrible H2152 famine H7458 .
|
11. সিয়োনে রমণীগণ ভ্রষ্টা হইল, যিহূদার নগর-সমূহে কুমারীরা ভ্রষ্টা হইল।
|
11. They ravished H6031 the women H802 in Zion H6726 , and the maids H1330 in the cities H5892 of Judah H3063 .
|
12. অধ্যক্ষগণের হাত বাঁধিয়া ফাঁসি দেওয়া গেল, প্রাচীন লোকদের মুখ সমাদৃত হইল না।
|
12. Princes H8269 are hanged up H8518 by their hand H3027 : the faces H6440 of elders H2205 were not H3808 honored H1921 .
|
13. যুবকগণকে যাঁতা বহিতে হইল, শিশুরা কাষ্ঠভারে উছোট খাইল।
|
13. They took H5375 the young men H970 to grind H2911 , and the children H5288 fell H3782 under the wood H6086 .
|
14. প্রাচীনেরা পুরদ্বারে উপবেশনে নিবৃত্ত, যুবকগণ বাদ্য বাদনে নিবৃত্ত হইয়াছে;
|
14. The elders H2205 have ceased H7673 from the gate H4480 H8179 , the young men H970 from their music H4480 H5058 .
|
15. আমাদের চিত্তের আনন্দ লুপ্ত হইয়াছে, আমাদের নৃত্য শোকে পরিণত হইয়াছে।
|
15. The joy H4885 of our heart H3820 is ceased H7673 ; our dance H4234 is turned H2015 into mourning H60 .
|
16. আমাদের মস্তক হইতে মুকুট খসিয়া পড়িয়াছে, ধিক্ আমাদিগকে! কেননা আমরা পাপ করিয়াছি।
|
16. The crown H5850 is fallen H5307 from our head H7218 : woe H188 unto us, that H3588 we have sinned H2398 !
|
17. এই জন্য আমাদের অন্তঃকরণ মূর্চ্ছিত হইয়াছে, এই সমস্ত কারণে আমাদের চক্ষু নিস্তেজ হইয়াছে,
|
17. For H5921 this H2088 our heart H3820 is H1961 faint H1739 ; for H5921 these H428 things our eyes H5869 are dim H2821 .
|
18. কেননা সিয়োন পর্ব্বত উচ্চিন্ন স্থান হইয়াছে, শৃগালগণ তদুপরি যাতায়াত করে।
|
18. Because of H5921 the mountain H2022 of Zion H6726 , which H7945 is desolate H8074 , the foxes H7776 walk H1980 upon it.
|
19. হে সদাপ্রভু, তুমি অনন্তকাল সমাসীন; তোমার সিংহাসন পুরুষানুক্রমে স্থায়ী।
|
19. Thou H859 , O LORD H3068 , remainest H3427 forever H5769 ; thy throne H3678 from generation H1755 to generation H1755 .
|
20. কেন চিরতরে আমাদিগকে ভুলিয়া যাইবে? কেন এত দিন আমাদিগকে ত্যাগ করিয়া থাকিবে?
|
20. Wherefore H4100 dost thou forget H7911 us forever H5331 , and forsake H5800 us so long H753 time H3117 ?
|
21. হে সদাপ্রভু, তোমার প্রতি আমাদিগকে ফিরাও তাহাতে আমরা ফিরিব; পূর্ব্বকালের সদৃশ নূতন সময় আমাদিগকে দেও।
|
21. Turn H7725 thou us unto H413 thee , O LORD H3068 , and we shall be turned H7725 ; renew H2318 our days H3117 as of old H6924 .
|
22. কিন্তু তুমি আমাদিগকে একেবারে অগ্রাহ্য করিয়াছ, আমাদের প্রতি অতিশয় ক্রোধাবিষ্ট হইয়াছ।
|
22. But H3588 H518 thou hast utterly rejected H3988 H3988 us ; thou art very wroth H7107 H5704 H3966 against H5921 us.
|