Bible Versions
Bible Books

:

BNV
1. মনুষ্যদের মধ্যে বিবাদ উপস্থিত হইলে উহারা যদি বিচারকর্ত্তাদের নিকটে যায়, আর তাহারা বিচার করে, তবে নির্দ্দোষকে নির্দ্দোষ দোষীকে দোষী করিবে।
1. If H3588 there be H1961 a controversy H7379 between H996 men H376 , and they come H5066 unto H413 judgment H4941 , that the judges may judge H8199 them ; then they shall justify H6663 H853 the righteous H6662 , and condemn H7561 H853 the wicked H7563 .
2. আর যদি দুষ্টলোক প্রহারের যোগ্য হয়, তবে বিচারকর্ত্তা তাহাকে শয়ন করাইয়া তাহার অপরাধানুসারে আঘাতের সংখ্যা নিশ্চয় করিয়া আপনার সাক্ষাতে তাহাকে প্রহার করাইবে।
2. And it shall be H1961 , if H518 the wicked H7563 man be worthy to be beaten H1121 H5221 , that the judge H8199 shall cause him to lie down H5307 , and to be beaten H5221 before his face H6440 , according to H1767 his fault H7564 , by a certain number H4557 .
3. সে চল্লিশ আঘাত করিতে পারে, তাহার অধিক নয়; পাছে সে অধিক আঘাত দ্বারা ভারী প্রহার করাইলে তোমার ভ্রাতা তোমার সাক্ষাতে তুচ্ছনীয় হয়।
3. Forty H705 stripes he may give H5221 him, and not H3808 exceed H3254 : lest H6435 , if he should exceed H3254 , and beat H5221 him above H5921 these H428 with many H7227 stripes H4347 , then thy brother H251 should seem vile H7034 unto H5869 thee.
4. শস্যমর্দ্দন কালে বলদের মুখে জাল্‌তি বান্ধিবে না।
4. Thou shalt not H3808 muzzle H2629 the ox H7794 when he treadeth out H1758 the corn .
5. যদি ভ্রাতৃগণ একত্র হইয়া বাস করে, এবং তাহাদের মধ্যে এক জন অপুত্রক হইয়া মরে, তবে সেই মৃত ব্যক্তির স্ত্রী বাহিরের অন্য গোষ্ঠীভুক্ত পুরুষকে বিবাহ করিবে না; তাহার দেবর তাহার কাছে যাইবে, তাহাকে বিবাহ করিবে, এবং তাহার প্রতি দেবরের কর্ত্তব্য সাধন করিবে।
5. If H3588 brethren H251 dwell H3427 together H3162 , and one H259 of H4480 them die H4191 , and have no H369 child H1121 , the wife H802 of the dead H4191 shall not H3808 marry H1961 without H2351 unto a stranger H376 H2114 : her husband's brother H2993 shall go in H935 unto H5921 her , and take H3947 her to him to wife H802 , and perform the duty of a husband's brother H2992 unto her.
6. পরে সেই স্ত্রী যে প্রথম পুত্র প্রসব করিবে, সে মৃত ভ্রাতার নামে উত্তরাধিকারী হইবে; তাহাতে ইস্রায়েল হইতে তাহার নাম লুপ্ত হইবে না।
6. And it shall be H1961 , that the firstborn H1060 which H834 she beareth H3205 shall succeed H6965 in H5921 the name H8034 of his brother H251 which is dead H4191 , that his name H8034 be not H3808 put out H4229 of Israel H4480 H3478 .
7. আর সেই পুরুষ যদি আপন ভ্রাতৃপত্নীকে গ্রহণ করিতে সম্মত না হয়, তবে সেই ভ্রাতৃপত্নী নগরদ্বারে প্রাচীনবর্গের কাছে গিয়া বলিবে, আমার দেবর ইস্রায়েলের মধ্যে আপন ভ্রাতার নাম রক্ষা করিতে অসম্মত, সে আমার প্রতি দেবরের কর্ত্তব্য সাধন করিতে চাহে না।
7. And if H518 the man H376 like H2654 not H3808 to take H3947 H853 his brother's wife H2994 , then let his brother's wife H2994 go up H5927 to the gate H8179 unto H413 the elders H2205 , and say H559 , My husband's brother H2993 refuseth H3985 to raise up H6965 unto his brother H251 a name H8034 in Israel H3478 , he will H14 not H3808 perform the duty of my husband's brother H2992 .
8. তখন তাহার নগরের প্রাচীনবর্গ তাহাকে ডাকিয়া তাহার সঙ্গে কথা বলিবে; যদি সে দাঁড়াইয়া বলে, উহাকে গ্রহণ করিতে আমার ইচ্ছা নাই;
8. Then the elders H2205 of his city H5892 shall call H7121 him , and speak H1696 unto H413 him : and if he stand H5975 to it , and say H559 , I like H2654 not H3808 to take H3947 her;
9. তবে তাহার ভ্রাতৃপত্নী প্রাচীনবর্গের সাক্ষাতে তাহার নিকটে আসিয়া তাহার পদ হইতে পাদুকা খুলিবে, এবং তাহার মুখে থুথু দিবে, আর উত্তমরূপে এই কথা কহিবে, যে কেহ আপন ভ্রাতার কুল রক্ষা না করে, তাহার প্রতি এইরূপ করা যাইবে।
9. Then shall his brother's wife H2994 come H5066 unto H413 him in the presence H5869 of the elders H2205 , and loose H2502 his shoe H5275 from off H4480 H5921 his foot H7272 , and spit H3417 in his face H6440 , and shall answer H6030 and say H559 , So H3602 shall it be done H6213 unto that man H376 that H834 will not H3808 build up H1129 H853 his brother H251 's house H1004 .
10. আর ইস্রায়েলের মধ্যে তাহার নাম হইবে, ‘মুক্তপাদুকের কুল’।
10. And his name H8034 shall be called H7121 in Israel H3478 , The house H1004 of him that hath his shoe H5275 loosed H2502 .
11. পুরুষেরা পরস্পর বিরোধ করিলে তাহাদের এক জনের স্ত্রী যদি প্রহারকের হস্ত হইতে আপন স্বামীকে মুক্ত করিতে আসিয়া হস্ত বিস্তারপূর্ব্বক প্রহারকের পুরুষাঙ্গ ধরে,
11. When H3588 men H376 strive H5327 together H3162 one H376 with another H251 , and the wife H802 of the one H259 draweth near H7126 for to deliver H5337 H853 her husband H376 out of the hand H4480 H3027 of him that smiteth H5221 him , and putteth forth H7971 her hand H3027 , and taketh H2388 him by the secrets H4016 :
12. তবে তুমি তাহার হস্ত কাটিয়া ফেলিবে, চক্ষুলজ্জা করিবে না।
12. Then thou shalt cut off H7112 H853 her hand H3709 , thine eye H5869 shall not H3808 pity H2347 her .
13. তোমার থলিয়াতে ছোট বড় দুই প্রকার বাট্‌খারা না থাকুক।
13. Thou shalt not H3808 have H1961 in thy bag H3599 divers weights H68 H68 , a great H1419 and a small H6996 .
14. তোমার গৃহে ছোট বড় দুই প্রকার পরিমাণপাত্র না থাকুক।
14. Thou shalt not H3808 have H1961 in thine house H1004 divers measures H374 H374 , a great H1419 and a small H6996 .
15. তুমি যথার্থ ন্যায্য বাট্‌খারা রাখিবে, যথার্থ ন্যায্য পরিমাণপাত্র রাখিবে; যেন তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন, সেই দেশে তোমার দীর্ঘ পরমায়ু হয়।
15. But thou shalt have H1961 a perfect H8003 and just H6664 weight H68 , a perfect H8003 and just H6664 measure H374 shalt thou have H1961 : that H4616 thy days H3117 may be lengthened H748 in H5921 the land H127 which H834 the LORD H3068 thy God H430 giveth H5414 thee.
16. কারণ যে কেহ প্রকার কার্য্য করে, যে কেহ অন্যায় করে, সে তোমার ঈশ্বর সদাপ্রভুর ঘৃণিত।
16. For H3588 all H3605 that do H6213 such things H428 , and all H3605 that do H6213 unrighteously H5766 , are an abomination H8441 unto the LORD H3068 thy God H430 .
17. স্মরণে রাখিও, মিসর হইতে তোমরা যখন বাহির হইয়া আসিয়াছিলে, তখন পথে তোমার প্রতি অমালেক কি করিল;
17. Remember H2142 H853 what H834 Amalek H6002 did H6213 unto thee by the way H1870 , when ye were come forth H3318 out of Egypt H4480 H4714 ;
18. তোমার শ্রান্তি ক্লান্তির সময়ে সে কি প্রকারে তোমার সহিত পথে মিলিয়া তোমার পশ্চাদ্বর্ত্তী দুর্ব্বল লোক সকলকে আক্রমণ করিল; আর সে ঈশ্বরকে ভয় করিল না।
18. How H834 he met H7136 thee by the way H1870 , and smote the hindmost H2179 of thee, even all H3605 that were feeble H2826 behind H310 thee , when thou H859 wast faint H5889 and weary H3023 ; and he feared H3372 not H3808 God H430 .
19. অতএব তোমার ঈশ্বর সদাপ্রভু যে দেশ স্বত্বাধিকারের জন্য তোমাকে দিতেছেন, সেই দেশে তোমার ঈশ্বর সদাপ্রভু চারিদিকের সকল শত্রু হইতে তোমাকে বিশ্রাম দিলে পর তুমি আকাশ-মণ্ডলের নীচে হইতে অমালেকের স্মৃতি লোপ করিবে; ইহা ভুলিয়া যাইও না।
19. Therefore it shall be H1961 , when the LORD H3068 thy God H430 hath given thee rest H5117 from all H4480 H3605 thine enemies H341 round about H4480 H5439 , in the land H776 which H834 the LORD H3068 thy God H430 giveth H5414 thee for an inheritance H5159 to possess H3423 it, that thou shalt blot out H4229 H853 the remembrance H2143 of Amalek H6002 from under H4480 H8478 heaven H8064 ; thou shalt not H3808 forget H7911 it .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×