|
|
1. আমি খ্রীষ্টে সত্য কহিতেছি, মিথ্যা কহিতেছি না, আমার সংবেদও পবিত্র আত্মাতে আমার পক্ষে সাক্ষ্য দিতেছে যে,
|
1. I say G3004 the truth G225 in G1722 Christ G5547 , I lie G5574 not G3756 , my G3450 conscience G4893 also bearing me witness G4828 G3427 in G1722 the Holy G40 Ghost G4151 ,
|
2. আমার হৃদয়ে ভারী দুঃখ ও নিরন্তর যাতনা হইতেছে।
|
2. That G3754 I G3427 have G2076 great G3173 heaviness G3077 and G2532 continual G88 sorrow G3601 in my G3450 heart G2588 .
|
3. কেননা আমার ভ্রাতৃগণের জন্য, যাহারা মাংসের সম্বন্ধে আমার স্বজাতীয় তাহাদের জন্য, আমিই যেন খ্রীষ্ট হইতে পৃথক্ থাকিয়া শাপাস্পদ হই, এমন কামনা করিতে পারিতাম।
|
3. For G1063 I G1473 could wish G2172 that myself G848 were G1511 accursed G331 from G575 Christ G5547 for G5228 my G3450 brethren G80 , my G3450 kinsmen G4773 according G2596 to the flesh G4561 :
|
4. কারণ তাহারা ইস্রায়েলীয়; দত্তকপুত্রতা, প্রতাপ, ধর্ম্মনিয়ম সকল, ব্যবস্থাদান, আরাধনা ও প্রতিজ্ঞাসমূহ তাহাদেরই,
|
4. Who G3748 are G1526 Israelites G2475 ; to whom G3739 pertaineth the G3588 adoption G5206 , and G2532 the G3588 glory G1391 , and G2532 the G3588 covenants G1242 , and G2532 the G3588 giving of the law G3548 , and G2532 the G3588 service G2999 of God, and G2532 the G3588 promises G1860 ;
|
5. পিতৃপুরুষেরা তাহাদের, এবং মাংসের সম্বন্ধে তাহাদেরই মধ্য হইতে খ্রীষ্ট উৎপন্ন হইয়াছেন, যিনি সর্ব্বোপরিস্থ ঈশ্বর, যুগে যুগে ধন্য, আমেন।
|
5. Whose G3739 are the G3588 fathers G3962 , and G2532 of G1537 whom G3739 as concerning G2596 the flesh G4561 Christ G5547 came, who is G5607 over G1909 all G3956 , God G2316 blessed G2128 forever G1519 G165 . Amen G281 .
|
6. কিন্তু ঈশ্বরের বাক্য যে বিফল হইয়া পড়িয়াছে, এমন নহে; কারণ যাহারা ইস্রায়েল হইতে উৎপন্ন, তাহারা সকলেই যে ইস্রায়েল, তাহা নয়;
|
6. G1161 Not G3756 as though G3754 G3634 the G3588 word G3056 of God G2316 hath taken none effect G1601 . For G1063 they G3778 are not G3756 all G3956 Israel G2474 , which G3588 are of G1537 Israel G2474 :
|
7. আর অব্রাহামের বংশ বলিয়া তাহারা যে সকলেই সন্তান, তাহাও নয়, কিন্তু “ইস্হাকেই তোমার বংশ আখ্যাত হইবে।”
|
7. Neither G3761 , because G3754 they are G1526 the seed G4690 of Abraham G11 , are they all G3956 children G5043 : but G235 , In G1722 Isaac G2464 shall thy G4671 seed G4690 be called G2564 .
|
8. ইহার অর্থ এই, যাহারা মাংসের সন্তান, তাহারা যে ঈশ্বরের সন্তান, এমন নয়, কিন্তু প্রতিজ্ঞার সন্তানগণই বংশ বলিয়া গণিত হয়।
|
8. That is G5123 , They which are the G3588 children G5043 of the G3588 flesh G4561 , these G5023 are not G3756 the children G5043 of God G2316 : but G235 the G3588 children G5043 of the G3588 promise G1860 are counted G3049 for G1519 the seed G4690 .
|
9. কেননা “এই ঋতুতেই আমি আসিব, তখন সারার এক পুত্র হইবে,” ইহা প্রতিজ্ঞারই বাক্য।
|
9. For G1063 this G3778 is the G3588 word G3056 of promise G1860 , At G2596 this G5126 time G2540 will I come G2064 , and G2532 Sarah G4564 shall have G2071 a son G5207 .
|
10. কেবল তাহা নয়, কিন্তু আবার রিবিকা এক ব্যক্তি হইতে, আমাদের পিতৃপুরুষ ইস্হাক হইতে, গর্ভবতী হইলে পর,
|
10. And G1161 not G3756 only G3440 this ; but G235 when Rebecca G4479 also G2532 had G2192 conceived G2845 by G1537 one G1520 , even by our G2257 father G3962 Isaac G2464 ;
|
11. যখন সন্তানেরা ভূমিষ্ঠ হয় নাই, এবং ভাল মন্দ কিছুই করে নাই, তখন—ঈশ্বরের নির্ব্বাচনানুরূপ সঙ্কল্প যেন স্থির থাকে, কর্ম্ম হেতু নয়, কিন্তু আহ্বানকারীর ইচ্ছা হেতু—
|
11. ( For G1063 the children being not yet G3380 born G1080 , neither G3366 having done G4238 any G5100 good G18 or G2228 evil G2556 , that G2443 the G3588 purpose G4286 of God G2316 according G2596 to election G1589 might stand G3306 , not G3756 of G1537 works G2041 , but G235 of G1537 him that calleth G2564 ;)
|
12. তাঁহাকে বলা গিয়াছিল, “জ্যেষ্ঠ কনিষ্ঠের দাস হইবে”
|
12. It was said G4483 unto her G846 , The G3588 elder G3187 shall serve G1398 the G3588 younger G1640 .
|
13. যেমন লিখিত আছে, “আমি যাকোবকে প্রেম করিয়াছি, কিন্তু এষৌকে অপ্রেম করিয়াছি।”
|
13. As G2531 it is written G1125 , Jacob G2384 have I loved G25 , but G1161 Esau G2269 have I hated G3404 .
|
14. তবে আমরা কি বলিব? ঈশ্বরে কি অন্যায় আছে? তাহা দূরে থাকুক।
|
14. What G5101 shall we say G2046 then G3767 ? Is there G3361 unrighteousness G93 with G3844 God G2316 ? God forbid G1096 G3361 .
|
15. কারণ তিনি মোশিকে বলেন, “আমি যাহাকে দয়া করি, তাহাকে দয়া করিব; ও যাহার প্রতি করুণা করি, তাহার প্রতি করুণা করিব।”
|
15. For G1063 he saith G3004 to Moses G3475 , I will have mercy G1653 on whom G3739 G302 I will have mercy G1653 , and G2532 I will have compassion G3627 on whom G3739 G302 I will have compassion G3627 .
|
16. অতএব যে ইচ্ছা করে, বা যে দৌড়ে, তাহা হইতে এটী হয় না, কিন্তু দয়াকারী ঈশ্বর হইতে হয়।
|
16. So G686 then G3767 it is not G3756 of him that willeth G2309 , nor G3761 of him that runneth G5143 , but G235 of God G2316 that showeth mercy G1653 .
|
17. কেননা শাস্ত্র ফরৌণকে বলে, “আমি এই জন্যই তোমাকে উঠাইয়াছি, যেন তোমাতে আমার পরাক্রম দেখাই, আর যেন সমস্ত পৃথিবীতে আমার নাম কীর্ত্তিত হয়।”
|
17. For G1063 the G3588 Scripture G1124 saith G3004 unto Pharaoh G5328 , Even for G1519 this same purpose G5124 G846 have I raised thee up G1825 G4571 , that G3704 I might show G1731 my G3450 power G1411 in G1722 thee G4671 , and G2532 that G3704 my G3450 name G3686 might be declared G1229 throughout G1722 all G3956 the G3588 earth G1093 .
|
18. অতএব তিনি যাহাকে ইচ্ছা, তাহাকে দয়া করেন; এবং যাহাকে ইচ্ছা, তাহাকে কঠিন করেন।
|
18. Therefore G686 G3767 hath he mercy G1653 on whom G3739 he will G2309 have mercy, and G1161 whom G3739 he will G2309 he hardeneth G4645 .
|
19. ইহাতে তুমি আমাকে বলিবে, তবে তিনি আবার দোষ ধরেন কেন? কারণ তাঁহার ইচ্ছার প্রতিরোধ কে করে?
|
19. Thou wilt say G2046 then G3767 unto me G3427 , Why G5101 doth he yet G2089 find fault G3201 ? For G1063 who G5101 hath resisted G436 his G846 will G1013 ?
|
20. হে মনুষ্য, বরং, তুমি কে যে ঈশ্বরের প্রতিবাদ করিতেছ? নির্ম্মিত বস্তু কি নির্ম্মাতাকে বলিতে পারে, আমাকে এরূপ কেন গড়িলে?
|
20. Nay but G3304 , O G5599 man G444 , who G5101 art G1488 thou G4771 that repliest against G470 God G2316 ? Shall G3361 the G3588 thing formed G4110 say G2046 to him that formed G4111 it, Why G5101 hast thou made G4160 me G3165 thus G3779 ?
|
21. কিম্বা কাদার উপরে কুম্ভকারের কি এমন অধিকার নাই যে, একই মৃৎপিণ্ড হইতে একটী সমাদরের পাত্র, আর একটা অনাদরের পাত্র গড়িতে পারে?
|
21. G2228 Hath G2192 not G3756 the G3588 potter G2763 power G1849 over the G3588 clay G4081 , of G1537 the G3588 same G846 lump G5445 to make G4160 one G3739 G3303 vessel G4632 unto G1519 honor G5092 , and G1161 another G3739 unto G1519 dishonor G819 ?
|
22. আর ইহাতেই বা কি?—যদি ঈশ্বর আপন ক্রোধ দেখাইবার ও আপন পরাক্রম জানাইবার ইচ্ছা করিয়া, বিনাশার্থে পরিপক্ব ক্রোধপাত্রদের প্রতি বিপুল সহিষ্ণুতায় ধৈর্য্য করিয়া থাকেন,
|
22. What G1161 if G1487 God G2316 , willing G2309 to show G1731 his wrath G3709 , and G2532 to make his power known G1107 G848 G1415 , endured G5342 with G1722 much G4183 longsuffering G3115 the vessels G4632 of wrath G3709 fitted G2675 to G1519 destruction G684 :
|
23. এবং এই জন্য করিয়া থাকেন, যেন সেই দয়াপাত্রদের উপরে আপন প্রতাপ-ধন জ্ঞাত করেন, যাহাদিগকে প্রতাপের নিমিত্ত পূর্ব্বে প্রস্তুত করিয়াছেন,
|
23. And G2532 that G2443 he might make known G1107 the G3588 riches G4149 of his G848 glory G1391 on G1909 the vessels G4632 of mercy G1656 , which G3739 he had afore prepared G4282 unto G1519 glory G1391 ,
|
24. আর যাহাদিগকে আহ্বান করিয়াছেন, কেবল যিহূদীদের মধ্যে হইতে নয়, পরজাতিদেরও মধ্য হইতে আমাদিগকেই করিয়াছেন।
|
24. Even G2532 us G2248 , whom G3739 he hath called G2564 , not G3756 of G1537 the Jews G2453 only G3440 , but G235 also G2532 of G1537 the Gentiles G1484 ?
|
25. যেমন তিনি হোশেয়-গ্রন্থেও বলেন, “যাহারা আমার প্রজা নয়, তাহাদিগকে আমি নিজ প্রজা বলিব, এবং যে প্রিয়তমা ছিল না, তাহাকে প্রিয়তমা বলিব।
|
25. As G5613 he saith G3004 also G2532 in G1722 Hosea G5617 , I will call G2564 them my G3450 people G2992 , which G3588 were not G3756 my G3450 people G2992 ; and G2532 her beloved G25 , which was not beloved G25 G3756 .
|
26. আর যে স্থানে তাহাদিগকে বলা গিয়াছিল, ‘তোমরা আমার প্রজা নও,’ সেই স্থানে তাহাদিগকে বলা যাইবে ‘জীবন্ত ঈশ্বরের পুত্র’।”
|
26. And G2532 it shall come to pass G2071 , that in G1722 the G3588 place G5117 where G3757 it was said G4483 unto them G846 , Ye G5210 are not G3756 my G3450 people G2992 ; there G1563 shall they be called G2564 the children G5207 of the living G2198 God G2316 .
|
27. আর যিশাইয় ইস্রায়েলের বিষয়ে এই কথা উচ্চৈঃস্বরে বলেন, “ইস্রায়েল-সন্তানগণের সংখ্যা যদি সমুদ্রের বালুকার ন্যায়ও হয়, অবশিষ্টাংশই পরিত্রাণ পাইবে;
|
27. Isaiah G2268 also G1161 crieth G2896 concerning G5228 Israel G2474 , Though G1437 the G3588 number G706 of the G3588 children G5207 of Israel G2474 be G5600 as G5613 the G3588 sand G285 of the G3588 sea G2281 , a remnant G2640 shall be saved G4982 :
|
28. যেহেতুক প্রভু পৃথিবীতে আপন বাক্য, সাধন করিবেন, তাহা সম্পূর্ণ ও সংক্ষিপ্ত করিবেন।”
|
28. For G1063 he will finish G4931 the work G3056 , and G2532 cut it short G4932 in G1722 righteousness G1343 : because G3754 a short G4932 work G3056 will the Lord G2962 make G4160 upon G1909 the G3588 earth G1093 .
|
29. আর যেমন যিশাইয় পূর্ব্বে বলিয়াছিলেন, “বাহিনীগণের প্রভু যদি আমাদের জন্য একটী বীজ অবশিষ্ট না রাখিতেন, তবে আমরা সদোমের তুল্য হইতাম, ও ঘমোরার তুল্য হইতাম।”
|
29. And G2532 as G2531 Isaiah G2268 said before G4280 , Except G1508 the Lord G2962 of Sabaoth G4519 had left G1459 us G2254 a seed G4690 , we had been G1096 G302 as G5613 Sodom G4670 , and G2532 been made like G3666 G302 unto G5613 Gomorrah G1116 .
|
30. তবে আমরা কি বলিব? পরজাতীয়েরা, যাহারা ধার্ম্মিকতার অনুধাবন করিত না, তাহারা ধার্ম্মিকতা পাইয়াছে, বিশ্বাসমূলক ধার্ম্মিকতা পাইয়াছে;
|
30. What G5101 shall we say G2046 then G3767 ? That G3754 the Gentiles G1484 , which G3588 followed G1377 not G3361 after righteousness G1343 , have attained G2638 to righteousness G1343 , even G1161 the righteousness G1343 which G3588 is of G1537 faith G4102 .
|
31. কিন্তু ইস্রায়েল ধার্ম্মিকতার ব্যবস্থার অনুধাবন করিয়াও সেই ব্যবস্থা পর্য্যন্ত পঁহুছে নাই।
|
31. But G1161 Israel G2474 , which followed G1377 after the law G3551 of righteousness G1343 , hath not G3756 attained G5348 to G1519 the law G3551 of righteousness G1343 .
|
32. কারণ কি? বিশ্বাস দ্বারা নয়, কিন্তু যেন কর্ম্ম দ্বারা তাহারা অনুধাবন করিত।
|
32. Wherefore G1302 ? Because G3754 they sought it not G3756 by G1537 faith G4102 , but G235 as it were G5613 by G1537 the works G2041 of the law G3551 . For G1063 they stumbled G4350 at that stumblingstone G4348 G3037 ;
|
33. তাহারা সেই ব্যাঘাতজনক প্রস্তরে ব্যাঘাত পাইল; যেমন লেখা আছে, “দেখ, আমি সিয়োনে ব্যাঘাতজনক প্রস্তর ও বিঘ্নজনক পাষাণ স্থাপন করিতেছি; আর যে তাঁহার উপরে বিশ্বাস করে, সে লজ্জিত হইবে না।”
|
33. As G2531 it is written G1125 , Behold G2400 , I lay G5087 in G1722 Zion G4622 a stumblingstone G4348 G3037 and G2532 rock G4073 of offense G4625 : and G2532 whosoever G3956 believeth G4100 on G1909 him G846 shall not G3756 be ashamed G2617 .
|