Bible Versions
Bible Books

8
:

BNV
1. অতএব এখন, যাহারা খ্রীষ্ট যীশুতে আছে, তাহাদের প্রতি কোন দণ্ডাজ্ঞা নাই।
1. There is therefore G686 now G3568 no G3762 condemnation G2631 to them G3588 which are in G1722 Christ G5547 Jesus G2424 , who walk G4043 not G3361 after G2596 the flesh G4561 , but G235 after G2596 the Spirit G4151 .
2. কেননা খ্রীষ্ট যীশুতে জীবনের আত্মার যে ব্যবস্থা, তাহা আমাকে পাপের মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে।
2. For G1063 the G3588 law G3551 of the G3588 Spirit G4151 of life G2222 in G1722 Christ G5547 Jesus G2424 hath made me free G1659 G3165 from G575 the G3588 law G3551 of sin G266 and G2532 death G2288 .
3. কারণ ব্যবস্থা মাংস দ্বারা দুর্ব্বল হওয়াতে যাহা করিতে পারে নাই, ঈশ্বর তাহা করিয়াছেন, নিজ পুত্রকে পাপময় মাংসের সাদৃশ্যে এবং পাপার্থক বলিরূপে পাঠাইয়া দিয়া মাংসে পাপের দণ্ডাজ্ঞা করিয়াছেন,
3. For G1063 what the G3588 law G3551 could not do G102 , in G1722 that G3739 it was weak G770 through G1223 the G3588 flesh G4561 , God G2316 sending G3992 his own G1438 Son G5207 in G1722 the likeness G3667 of sinful G266 flesh G4561 , and G2532 for G4012 sin G266 , condemned G2632 sin G266 in G1722 the G3588 flesh G4561 :
4. যেন আমরা যাহারা মাংসের বশে নয়, কিন্তু আত্মার বশে চলিতেছি, ব্যবস্থার ধর্ম্মবিধি সেই আমাদিগেতে সিদ্ধ হয়।
4. That G2443 the G3588 righteousness G1345 of the G3588 law G3551 might be fulfilled G4137 in G1722 us G2254 , who walk G4043 not G3361 after G2596 the flesh G4561 , but G235 after G2596 the Spirit G4151 .
5. কেননা যাহারা মাংসের বশে আছে, তাহারা মাংসিক বিষয় ভাবে; কিন্তু যাহারা আত্মার বশে আছে, তাহারা আত্মিক বিষয় ভাবে।
5. For G1063 they that are G5607 after G2596 the flesh G4561 do mind G5426 the things G3588 of the G3588 flesh G4561 ; but G1161 they G3588 that are after G2596 the Spirit G4151 the things G3588 of the G3588 Spirit G4151 .
6. কারণ মাংসের ভাব মৃত্যু, কিন্তু আত্মার ভাব জীবন শান্তি।
6. For G1063 to be carnally G4561 minded G5427 is death G2288 ; but G1161 to be spiritually G4151 minded G5427 is life G2222 and G2532 peace G1515 .
7. কেননা মাংসের ভাব ঈশ্বরের প্রতি শত্রুতা, কারণ তাহা ঈশ্বরের ব্যবস্থার বশীভূত হয় না, বাস্তবিক হইতে পারেও না।
7. Because G1360 the G3588 carnal G4561 mind G5427 is enmity G2189 against G1519 God G2316 : for G1063 it is not subject G5293 G3756 to the G3588 law G3551 of God G2316 , neither G3761 indeed G1063 can G1410 be.
8. আর যাহারা মাংসের অধীনে থাকে, তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না।
8. So G1161 then they that are G5607 in G1722 the flesh G4561 cannot G1410 G3756 please G700 God G2316 .
9. কিন্তু তোমরা মাংসের অধীনে নও, আত্মার অধীনে রহিয়াছ, যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগেতে বাস করেন। কিন্তু খ্রীষ্টের আত্মা যাহার নাই, সে খ্রীষ্টের নয়।
9. But G1161 ye G5210 are G2075 not G3756 in G1722 the flesh G4561 , but G235 in G1722 the Spirit G4151 , if so be that G1512 the Spirit G4151 of God G2316 dwell G3611 in G1722 you G5213 . Now G1161 if any man G1536 have G2192 not G3756 the Spirit G4151 of Christ G5547 , he G3778 is G2076 none G3756 of his G848 .
10. আর যদি খ্রীষ্ট তোমাদিগেতে থাকেন, তবে দেহ পাপ প্রযুক্ত মৃত বটে, কিন্তু আত্মা ধার্ম্মিকতা প্রযুক্ত জীবন।
10. And G1161 if G1487 Christ G5547 be in G1722 you G5213 , the G3588 body G4983 is G3303 dead G3498 because G1223 of sin G266 ; but G1161 the G3588 Spirit G4151 is life G2222 because G1223 of righteousness G1343 .
11. আর যিনি মৃতগণের মধ্য হইতে যীশুকে উঠাইলেন, তাঁহার আত্মা যদি তোমাদিগেতে বাস করেন, তবে যিনি মৃতগণের মধ্য হইতে খ্রীষ্ট যীশুকে উঠাইলেন, তিনি তোমাদের অন্তরে বাসকারী আপন আত্মা দ্বারা তোমাদের মর্ত্ত্য দেহকেও জীবিত করিবেন।
11. But G1161 if G1487 the G3588 Spirit G4151 of him that raised up G1453 Jesus G2424 from G1537 the dead G3498 dwell G3611 in G1722 you G5213 , he that raised up G1453 Christ G5547 from G1537 the dead G3498 shall also G2532 quicken G2227 your G5216 mortal G2349 bodies G4983 by G1223 his G848 Spirit G4151 that dwelleth G1774 in G1722 you G5213 .
12. অতএব, হে ভ্রাতৃগণ, আমরা ঋণী, কিন্তু মাংসের কাছে নয় যে, মাংসের বশে জীবন যাপন করিব।
12. Therefore G686 G3767 , brethren G80 , we are G2070 debtors G3781 , not G3756 to the G3588 flesh G4561 , to live G2198 after G2596 the G3588 flesh G4561 .
13. কারণ যদি মাংসের বশে জীবন যাপন কর, তবে তোমরা নিশ্চয় মরিবে, কিন্তু যদি আত্মাতে দেহের ক্রিয়া সকল মৃত্যুসাৎ কর, তবে জীবিত থাকিবে।
13. For G1063 if G1487 ye live G2198 after G2596 the flesh G4561 , ye shall G3195 die G599 : but G1161 if G1487 ye through the Spirit G4151 do mortify G2289 the G3588 deeds G4234 of the G3588 body G4983 , ye shall live G2198 .
14. কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়, তাহারাই ঈশ্বরের পুত্র।
14. For G1063 as many as G3745 are led G71 by the Spirit G4151 of God G2316 , they G3778 are G1526 the sons G5207 of God G2316 .
15. বস্তুতঃ তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে, আবার ভয় করিবে; কিন্তু দত্তকপুত্রতার আত্মা পাইয়াছ, যে আত্মাতে আমরা আব্বা, পিতা, বলিয়া ডাকিয়া উঠি।
15. For G1063 ye have not G3756 received G2983 the spirit G4151 of bondage G1397 again G3825 to G1519 fear G5401 ; but G235 ye have received G2983 the Spirit G4151 of adoption G5206 , whereby G1722 G3739 we cry G2896 , Abba G5 , Father G3962 .
16. আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে, আমরা ঈশ্বরের সন্তান।
16. The G3588 Spirit G4151 itself G846 beareth witness with G4828 our G2257 spirit G4151 , that G3754 we are G2070 the children G5043 of God G2316 :
17. আর যখন সন্তান, তখন দায়াদ, ঈশ্বরের দায়াদ খ্রীষ্টের সহদায়াদ—যদি বাস্তবিক আমরা তাঁহার সহিত দুঃখভোগ করি, যেন তাঁহার সহিত প্রতাপান্বিতও হই।
17. And G1161 if G1487 children G5043 , then G2532 heirs G2818 ; heirs G2818 of G3303 God G2316 , and G1161 joint G4789 -heirs with Christ G5547 ; if so be that G1512 we suffer with G4841 him, that G2443 we may be also G2532 glorified together G4888 .
18. কারণ আমার মীমাংসা এই, আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হইবে, তাহার সঙ্গে এই বর্তমান কালের দুঃখভোগ তুলনার যোগ্য নয়।
18. For G1063 I reckon G3049 that G3754 the G3588 sufferings G3804 of this present G3568 time G2540 are not G3756 worthy G514 to be compared with G4314 the G3588 glory G1391 which shall G3195 be revealed G601 in G1519 us G2248 .
19. কেননা সৃষ্টির ঐকান্তিকী প্রতীক্ষা ঈশ্বরের পুত্রগণের প্রকাশপ্রাপ্তির অপেক্ষা করিতেছে।
19. For G1063 the G3588 earnest expectation G603 of the G3588 creature G2937 waiteth for G553 the G3588 manifestation G602 of the G3588 sons G5207 of God G2316 .
20. কারণ সৃষ্টি অসারতার বশীকৃত হইল, স্বইচ্ছায় যে হইল, তাহা নয়, কিন্তু বশীকর্ত্তার নিমিত্ত;
20. For G1063 the G3588 creature G2937 was made subject G5293 to vanity G3153 , not G3756 willingly G1635 , but G235 by reason of G1223 him who hath subjected G5293 the same in G1909 hope G1680 ,
21. এই প্রত্যাশায় হইল যে, সৃষ্টি নিজেও ক্ষয়ের দাসত্ব হইতে মুক্ত হইয়া ঈশ্বরের সন্তানগণের প্রতাপের স্বাধীনতা পাইবে।
21. Because G3754 the G3588 creature G2937 itself G848 also G2532 shall be delivered G1659 from G575 the G3588 bondage G1397 of corruption G5356 into G1519 the G3588 glorious G1391 liberty G1657 of the G3588 children G5043 of God G2316 .
22. কারণ আমরা জানি, সমস্ত সৃষ্টি এখন পর্য্যন্ত একসঙ্গে আর্ত্তস্বর করিতেছে, একসঙ্গে ব্যথা খাইতেছে।
22. For G1063 we know G1492 that G3754 the whole G3956 creation G2937 groaneth G4959 and G2532 travaileth in pain together G4944 until G891 now G3568 .
23. কেবল তাহা নয়; কিন্তু আত্মারূপ অগ্রিমাংশ পাইয়াছি যে আমরা, আমরা আপনারাও দত্তকপুত্রতার—আপন আপন দেহের মুক্তির—অপেক্ষা করিতে করিতে অন্তরে আর্ত্তস্বর করিতেছি।
23. And G1161 not G3756 only G3440 they, but G235 ourselves G848 also G2532 , which have G2192 the G3588 firstfruits G536 of the G3588 Spirit G4151 , even G2532 we G2249 ourselves G848 groan G4727 within G1722 ourselves G1438 , waiting for G553 the adoption G5206 , to wit , the G3588 redemption G629 of our G2257 body G4983 .
24. কেননা প্রত্যাশায় আমরা পরিত্রাণ প্রাপ্ত হইয়াছি; কিন্তু দৃষ্টিগোচর যে প্রত্যাশা, তাহা প্রত্যাশাই নয়। কেননা যে যাহা দেখে, সে তাহার প্রত্যাশা কেন করিবে?
24. For G1063 we are saved G4982 by hope G1680 : but G1161 hope G1680 that is seen G991 is G2076 not G3756 hope G1680 : for G1063 what G3739 a man G5100 seeth G991 , why G5101 doth he yet G2532 hope for G1679 ?
25. কিন্তু আমরা যাহা দেখিতে না পাই, তাহার প্রত্যাশা যদি করি, তবে ধৈর্য্য সহকারে তাহার অপেক্ষায় থাকি।
25. But G1161 if G1487 we hope for G1679 that G3739 we see G991 not G3756 , then do we with G1223 patience G5281 wait for G553 it.
26. আর সেইরূপে আত্মাও আমাদের দুর্ব্বলতায় সাহায্য করেন; কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয়, তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আর্ত্তস্বর দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন।
26. G1161 Likewise G5615 the G3588 Spirit G4151 also G2532 helpeth G4878 our G2257 infirmities G769 : for G1063 we know G1492 not G3756 what G5101 we should pray for G4336 as G2526 we ought G1163 : but G235 the G3588 Spirit G4151 itself G848 maketh intercession G5241 for G5228 us G2257 with groanings G4726 which cannot be uttered G215 .
27. আর যিনি হৃদয় সকলের অনুসন্ধান করেন, তিনি জানেন, আত্মার ভাব কি, কারণ ইনি পবিত্রগণের পক্ষে ঈশ্বরের ইচ্ছা অনুসারেই অনুরোধ করেন।
27. And G1161 he that searcheth G2045 the G3588 hearts G2588 knoweth G1492 what G5101 is the G3588 mind G5427 of the G3588 Spirit G4151 , because G3754 he maketh intercession G1793 for G5228 the saints G40 according G2596 to the will of God G2316 .
28. আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাঁহার সঙ্কল্প অনুসারে আহূত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য্য করিতেছে।
28. And G1161 we know G1492 that G3754 all things G3956 work together G4903 for G1519 good G18 to them that love G25 God G2316 , to them who are G5607 the G3588 called G2822 according G2596 to his purpose G4286 .
29. কারণ তিনি যাহাদিগকে পূর্ব্বে জানিলেন, তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্ত্তির অনুরূপ হইবার জন্য পূর্ব্বে নিরূপণও করিলেন; যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথমজাত হন।
29. For G3754 whom G3739 he did foreknow G4267 , he also G2532 did predestinate G4309 to be conformed to G4832 the G3588 image G1504 of his G848 Son G5207 , that he G846 might be G1511 the firstborn G4416 among G1722 many G4183 brethren G80 .
30. আর তিনি যাহাদিগকে পূর্ব্বে নিরূপণ করিলেন, তাহাদিগকে আহ্বানও করিলেন; আর যাহাদিগকে আহ্বান করিলেন, তাহাদিগকে ধার্ম্মিক গণিতও করিলেন; আর যাহাদিগকে ধার্ম্মিক গণিত করিলেন, তাহাদিগকে প্রতাপান্বিতও করিলেন।
30. Moreover G1161 whom G3739 he did predestinate G4309 , them G5128 he also G2532 called G2564 : and G2532 whom G3739 he called G2564 , them G5128 he also G2532 justified G1344 : and G1161 whom G3739 he justified G1344 , them G5128 he also G2532 glorified G1392 .
31. এই সকল ধরিয়া আমরা কি বলিব? ঈশ্বর যখন আমাদের সপক্ষ, তখন আমাদের বিপক্ষ কে?
31. What G5101 shall we then G3767 say G2046 to G4314 these G5023 things? If G1487 God G2316 be for G5228 us G2257 , who G5101 can be against G2596 us G2257 ?
32. যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাঁহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাঁহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহ-পূর্ব্বক দান করিবেন না?
32. He that G3739 G1065 spared G5339 not G3756 his own G2398 Son G5207 , but G235 delivered him up G3860 G846 for G5228 us G2257 all G3956 , how G4459 shall he not G3780 with G4862 him G846 also G2532 freely give G5483 us G2254 all things G3956 ?
33. ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করিবে? ঈশ্বর তাহাদিগকে ধার্ম্মিক করেন; কে দোষী করিবে?
33. Who G5101 shall lay any thing to the charge G1458 G2596 of God G2316 's elect G1588 ? It is God G2316 that justifieth G1344 .
34. খ্রীষ্ট যীশু মরিলেন, বরং উত্থাপিতও হইলেন; আর তিনিই ঈশ্বরের দক্ষিণে আছেন, আবার আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন।
34. Who G5101 is he that condemneth G2632 ? It is Christ G5547 that died G599 , yea G1161 rather G3123 , that G2532 is risen again G1453 , who G3739 is G2076 even G2532 at G1722 the right hand G1188 of God G2316 , who G3739 also G2532 maketh intercession G1793 for G5228 us G2257 .
35. খ্রীষ্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে? কি ক্লেশ? কি সঙ্কট? কি তাড়না? কি দুর্ভিক্ষ? কি উলঙ্গতা? কি প্রাণ-সংশয়? কি খড়্গ?
35. Who G5101 shall separate G5563 us G2248 from G575 the G3588 love G26 of Christ G5547 ? shall tribulation G2347 , or G2228 distress G4730 , or G2228 persecution G1375 , or G2228 famine G3042 , or G2228 nakedness G1132 , or G2228 peril G2794 , or G2228 sword G3162 ?
36. যেমন লেখা আছে, “তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি; আমরা বধ্য মেষের ন্যায় গণিত হইলাম।”
36. As G2531 it is written G1125 , For thy sake G1752 G4675 we are killed G2289 all G3650 the G3588 day G2250 long ; we are accounted G3049 as G5613 sheep G4263 for the slaughter G4967 .
37. কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, তাঁহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই।
37. Nay G235 , in G1722 all G3956 these things G5125 we are more than conquerors G5245 through G1223 him that loved G25 us G2248 .
38. কেননা আমি নিশ্চয় জানি, কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল,
38. For G1063 I am persuaded G3982 , that G3754 neither G3777 death G2288 , nor G3777 life G2222 , nor G3777 angels G32 , nor G3777 principalities G746 , nor G3777 powers G1411 , nor G3777 things present G1764 , nor G3777 things to come G3195 ,
39. কি ঊর্দ্ধ স্থান, কি গভীর স্থান, কি অন্য কোন সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রীষ্ট যীশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক্‌ করিতে পারিবে না।
39. Nor G3777 height G5313 , nor G3777 depth G899 , nor G3777 any G5100 other G2087 creature G2937 , shall be able G1410 to separate G5563 us G2248 from G575 the G3588 love G26 of God G2316 , which G3588 is in G1722 Christ G5547 Jesus G2424 our G2257 Lord G2962 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×