|
|
1. জ্ঞানবান পুত্র পিতার শাসন মানে, কিন্তু নিন্দক ভর্ৎসনা শুনে না।
|
1. A wise H2450 son H1121 heareth his father H1 's instruction H4148 : but a scorner H3887 heareth H8085 not H3808 rebuke H1606 .
|
2. মনুষ্য নিজ মুখের ফল দ্বারা মঙ্গল ভোগ করে; কিন্তু বিশ্বাসঘাতকদের প্রাণ দৌরাত্ম্য ভোগ করে।
|
2. A man H376 shall eat H398 good H2896 by the fruit H4480 H6529 of his mouth H6310 : but the soul H5315 of the transgressors H898 shall eat violence H2555 .
|
3. যে মুখ সাবধানে রাখে, সে প্রাণ রক্ষা করে; যে ওষ্ঠাধর খুলিয়া দেয়, তাহার সর্ব্বনাশ হয়।
|
3. He that keepeth H5341 his mouth H6310 keepeth H8104 his life H5315 : but he that openeth wide H6589 his lips H8193 shall have destruction H4288 .
|
4. অলসের প্রাণ লালসা করে, কিছুই পায় না; কিন্তু পরিশ্রমীদের প্রাণ পুষ্ট হয়।
|
4. The soul H5315 of the sluggard H6102 desireth H183 , and hath nothing H369 : but the soul H5315 of the diligent H2742 shall be made fat H1878 .
|
5. ধার্ম্মিক মিথ্যা কথা ঘৃণা করে; কিন্তু দুষ্ট লোক দুর্গন্ধস্বরূপ, সে লজ্জা জন্মায়।
|
5. A righteous H6662 man hateth H8130 lying H1697 H8267 : but a wicked H7563 man is loathsome H887 , and cometh to shame H2659 .
|
6. ধার্ম্মিকতা সিদ্ধাচারীকে রক্ষা করে; কিন্তু দুষ্টতা পাপীকে পাড়িয়া ফেলে।
|
6. Righteousness H6666 keepeth H5341 him that is upright H8537 in the way H1870 : but wickedness H7564 overthroweth H5557 the sinner H2403 .
|
7. কেহ আপনাকে ধনবান দেখায়, কিন্তু তাহার কিছুই নাই; কেহ বা আপনাকে দরিদ্র দেখায়, কিন্তু তাহার মহাধন আছে।
|
7. There is H3426 that maketh himself rich H6238 , yet hath nothing H369 H3605 : there is that maketh himself poor H7326 , yet hath great H7227 riches H1952 .
|
8. মানুষের ধন তাহার প্রাণের প্রায়শ্চিত্ত; কিন্তু দরিদ্র তর্জ্জন শুনে না।
|
8. The ransom H3724 of a man H376 's life H5315 are his riches H6239 : but the poor H7326 heareth H8085 not H3808 rebuke H1606 .
|
9. ধার্ম্মিকের দীপ্তি আনন্দ করে; কিন্তু দুষ্টদের প্রদীপ নিভিয়া যায়।
|
9. The light H216 of the righteous H6662 rejoiceth H8055 : but the lamp H5216 of the wicked H7563 shall be put out H1846 .
|
10. অহঙ্কারে কেবল বিবাদ উৎপন্ন হয়; কিন্তু যাহারা পরামর্শ মানে, প্রজ্ঞা তাহাদের সহবর্ত্তী।
|
10. Only H7535 by pride H2087 cometh H5414 contention H4683 : but with H854 the well advised H3289 is wisdom H2451 .
|
11. অলীকতায় অর্জ্জিত ধন ক্ষয় পায়; কিন্তু যে ব্যক্তি হস্ত দ্বারা সঞ্চয় করে, সে অধিক পায়।
|
11. Wealth H1952 gotten by vanity H4480 H1892 shall be diminished H4591 : but he that gathereth H6908 by H5921 labor H3027 shall increase H7235 .
|
12. আশাসিদ্ধির বিলম্ব হৃদয়ের পীড়াজনক; কিন্তু বাঞ্ছার সিদ্ধি জীবনবৃক্ষ।
|
12. Hope H8431 deferred H4900 maketh the heart H3820 sick H2470 : but when the desire H8378 cometh H935 , it is a tree H6086 of life H2416 .
|
13. যে বাক্য তুচ্ছ করে, সে আপনার সর্ব্বনাশ ঘটায়; যে ভয়পূর্ব্বক আজ্ঞা মানে, সে পুরস্কার পায়।
|
13. Whoso despiseth H936 the word H1697 shall be destroyed H2254 : but he H1931 that feareth H3373 the commandment H4687 shall be rewarded H7999 .
|
14. জ্ঞানবানের শিক্ষা জীবনের উৎস, তাহা মৃত্যুর ফাঁদ হইতে দূরে যাইবার পথ।
|
14. The law H8451 of the wise H2450 is a fountain H4726 of life H2416 , to depart H5493 from the snares H4480 H4170 of death H4194 .
|
15. সুবুদ্ধি অনুগ্রহজনক, কিন্তু বিশ্বাসঘাতকদের পথ অসমান।
|
15. Good H2896 understanding H7922 giveth H5414 favor H2580 : but the way H1870 of transgressors H898 is hard H386 .
|
16. যে কেহ সতর্ক, সে জ্ঞানপূর্ব্বক কর্ম্ম করে; কিন্তু হীনবুদ্ধি মূর্খতা বিস্তার করে।
|
16. Every H3605 prudent H6175 man dealeth H6213 with knowledge H1847 : but a fool H3684 layeth open H6566 his folly H200 .
|
17. দুষ্ট দূত বিপদে পড়ে, কিন্তু বিশ্বস্ত দূত স্বাস্থ্যস্বরূপ।
|
17. A wicked H7563 messenger H4397 falleth H5307 into mischief H7451 : but a faithful H529 ambassador H6735 is health H4832 .
|
18. যে শাসন অমান্য করে, সে দরিদ্রতা ও লজ্জা পায়; কিন্তু যে অনুযোগ মান্য করে, সে সম্মানিত হয়।
|
18. Poverty H7389 and shame H7036 shall be to him that refuseth H6544 instruction H4148 : but he that regardeth H8104 reproof H8433 shall be honored H3513 .
|
19. বাসনার সিদ্ধি প্রাণে মধুর বোধ হয়; কিন্তু মন্দ হইতে সরিয়া যাওয়া হীনবুদ্ধিদের ঘৃণিত।
|
19. The desire H8378 accomplished H1961 is sweet H6149 to the soul H5315 : but it is abomination H8441 to fools H3684 to depart H5493 from evil H4480 H7451 .
|
20. জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে; কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হইবে।
|
20. He that walketh H1980 with H854 wise H2450 men shall be wise H2449 : but a companion H7462 of fools H3684 shall be destroyed H7321 .
|
21. অমঙ্গল পাপীদের পশ্চাতে পশ্চাতে দৌড়ে; কিন্তু ধার্ম্মিকদিগকে মঙ্গলরূপ পুরস্কার দত্ত হয়।
|
21. Evil H7451 pursueth H7291 sinners H2400 : but to the righteous H6662 good H2896 shall be repaid H7999 .
|
22. সৎ লোক পুত্রদের পুত্রগণের জন্য অধিকার রাখিয়া যায়; কিন্তু পাপীর ধন ধার্ম্মিকের নিমিত্ত সঞ্চিত হয়।
|
22. A good H2896 man leaveth an inheritance H5157 to his children H1121 's children H1121 : and the wealth H2428 of the sinner H2398 is laid up H6845 for the just H6662 .
|
23. দরিদ্রগণের ভূমির চাষে খাদ্যবাহুল্য হয়; কিন্তু বিচারের অভাবে কেহ কেহ নষ্ট হয়।
|
23. Much H7230 food H400 is in the tillage H5215 of the poor H7326 : but there is H3426 that is destroyed H5595 for want H3808 of judgment H4941 .
|
24. যে দণ্ড না দেয়, সে পুত্রকে দ্বেষ করে; কিন্তু যে তাহাকে প্রেম করে, সে সযত্নে শাস্তি দেয়।
|
24. He that spareth H2820 his rod H7626 hateth H8130 his son H1121 : but he that loveth H157 him chasteneth H4148 him quickly H7836 .
|
25. ধার্ম্মিক প্রাণের তৃপ্তি পর্য্যন্ত আহার করে, কিন্তু দুষ্টদের উদর শূন্য থাকে।
|
25. The righteous H6662 eateth H398 to the satisfying H7648 of his soul H5315 : but the belly H990 of the wicked H7563 shall want H2637 .
|