Bible Versions
Bible Books

Proverbs 14:15 (BNV) Bengali Old BSI Version

1 এক জন জ্ঞানী মহিলা তার জ্ঞান দিয়েই নিজের সংসার তৈরী করে|
2 য়ে প্রভুকে সম্মান করে সেই সঠিক পথে জীবনযাপন করে| কিন্তু একজন অসত্‌ লোক প্রভুকে ঘৃণা করে|
3 এক জন বোকা লোকের কথাবার্তা তার নিজের সমস্যার কারণ হয়ে ওঠে| কিন্তু একজন জ্ঞানী লোকের কথাবার্তা তাঁকে রক্ষা করে|
4 চাষের কাজে বলদের অভাব দেখা দিলে শস্যভাণ্ডার খালি থাকবে| বৃহত্‌ ফলনের জন্য মানুষ বলদের শক্তিকে ব্যবহার করতে পারে|
5 এক জন সত্যবাদী কখনও মিথ্যে বলে না এবং সে একজন সাক্ষী হতে পারে| কিন্তু একজন অবিশ্বাসী লোক কখনও সত্যি বলে না এবং সে ভাল সাক্ষী হতে পারে না|
6 উদ্ধত লোকরা জ্ঞানের অন্বেষণ করতে পারে কিন্তু তারা কখনও তা খুঁজে পাবে না| কিন্তু য়ে সব লোকদের বোধ শক্তি আছে তারা তাড়াতাড়ি শিখতে পারে|
7 বোকাদের কাছ থেকে কিছুই শেখার নেই তাই বোকাদের সঙ্গে বন্ধুত্ব কোরো না|
8 এক জন বিচক্ষণ দক্ষ লোকের জীবনযাত্রা নিরীক্ষণ কর| কিন্তু এক জন বোকা লোকের আঁকা-বাঁকা জীবন পথ প্রতারণাপূর্বক|
9 বোকা লোকরা তাদের বোকামির মাশুল দিতে গিয়ে হাসাহাসি করে| কিন্তু সত্‌ লোকরা শীঘ্রই ক্ষমতাপ্রাপ্ত হয়|
10 এক জন দুঃখী লোক শুধুই তার নিজের দুঃখ অনুভব করতে পারে| ঠিক তেমনি, কেউই অন্য লোকের হৃদয়ের অন্তঃস্থলের আনন্দে ভাগ বসাতে পারে না|
11 দুর্জনদের গৃহগুলির বিনাশ হবেই| কিন্তু সত্‌ লোকদের বাড়ীগুলি উন্নতি করবে|
12 একটি সহজ রাস্তাকেসঠিক রাস্তা বলে মনে হতে পারে কিন্তু সেটি মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে য়েতে পারে|
13 বিষাদে পূর্ণ একটি লোক হাসতে পারে, কিন্তু হাসি থামবার পরে দুঃখ আবার ফিরে আসে|
14 মন্দ কাজের জন্য পাপীদের পুরোদস্তুর শাস্তি ভোগ করতে হবে এবং ভালো কাজের জন্য সজ্জনরা পুরস্কৃত হবেই|
15 এক জন মূর্খ যা শোনে তাই বিশ্বাস করে| কিন্তু এক জন জ্ঞানী ব্যক্তি যা কিছু শোনে তা তার বুদ্ধি দিয়ে বিবেচনা করে|
16 এক জন জ্ঞানী ব্যক্তি মন্দকে ভয় পায় এবং তাকে এড়িয়ে চলে| কিন্তু এক জন বোকা লোক দৃঢ়তার সঙ্গে কুকর্মের মধ্যে ঝাঁপিযে পড়ে|
17 য়ে সব লোক খুব সহজেই রেগে যায় তারা নির্বোধের মত আচরণ করে| কিন্তু জ্ঞানীরা হয় ধৈর্য়্য়শীল|
18 নির্বোধরা তাদের বোকামির জন্য শাস্তি পায়| কিন্তু জ্ঞানীরা তাঁদের জ্ঞানের জন্য পুরস্কৃত হয়|
19 দুর্জনদের বিরুদ্ধে সজ্জনদের জয় হবেই| দুর্জনরা সজ্জনদের কাছে মাথা নত করতে বাধ্য হবেই|
20 দরিদ্রদের কোন বন্ধু প্রতিবেশী জোটে না কিন্তু ধনীরা বন্ধু-বান্ধব দ্বারা পরিবৃত হয়ে থাকে|
21 তোমার প্রতিবেশীদের ঘৃণা করো না| যদি সুখী হতে চাও তাহলে দরিদ্রদের প্রতি সদয থাকো|
22 যদি কেউ খারাপ কাজ করার ফন্দি আঁটে তাহলে সে ভুল করবে| কিন্তু য়ে ভালো কাজ করার চেষ্টা করবে সে বন্ধু পাবে, সবাই তাকে ভালোবাসবে বিশ্বাস করবে|
23 কঠিন পরিশ্রম সব সময় কিছু লাভ আনবে| কিন্তু তুমি যদি কোন কাজ না করে শুধু কথা বল তাহলে তুমি দরিদ্র হয়ে যাবে|
24 জ্ঞানীরা সম্পদ দ্বারা পুরস্কৃত হয়| কিন্তু মুর্খরা পুরস্কৃত হয় বোকামির দ্বারা|
25 য়ে সত্য বলে সে মানুষকে সাহায্য করে আর য়ে মিথ্যে বলে সে অন্যদের আঘাত করে|
26 য়ে প্রভুকে সম্মান করে সে সুরক্ষা পায় এবং তার সন্তানরাও নিরাপদ থাকে|
27 প্রভুর প্রতি সম্মান প্রদর্শন সত্য জীবন নিয়ে আসে| এতে একটি ব্যক্তির জীবন মৃত্যুর ফাঁদ থেকে রক্ষা পায়|
28 যদি কোন রাজা অনেক মানুষকে শাসন করে তাহলে সে মহান| কিন্তু রাজার রাজ্যে যদি কোন মানুষ না থাকে তাহলে সেই রাজার কোন মূল্যই থাকে না|
29 ধৈর্য়্য়শীল এক জন মানুষ ভীষণ সপ্রতিভ হয়| আর য়ে সহজে রেগে যায় সে তার মূর্খামির প্রমাণ দেয়|
30 মানসিক শান্তি দৈহিক স্বাস্থ্য়ের উন্নতি করে| কিন্তু অন্যের প্রতি হিংসা শরীরকে রোগগ্রস্ত করে তোলে|
31 ঈশ্বরই প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছেন| তাই যারা গরীবদের জন্য সংকটের সমস্যা সৃষ্টি করে তারা দরিদ্রদের সৃষ্টিকর্তাকে অপমান করে| যারা গরীবদের দযা দেখায় তারা ঈশ্বরের প্রতি সম্মান প্রদর্শন করে|
32 এক জন দুষ্ট লোক তার কু-কর্মের দ্বারা পরাজিত হয়| কিন্তু এক জন ভালো লোক তার মৃত্যুর সময়ও জিতে যায়|
33 জ্ঞানীরা সব সময় জ্ঞানসম্মত ভাবে চিন্তা-ভাবনা করে| কিন্তু মূর্খরা জ্ঞানেরকিছুই জানে না|
34 ভালোত্ব একটি দেশকে মহান করে তোলে| কিন্তু পাপ য়ে কোন মানুষকে লজ্জিত করে|
35 জ্ঞানী আধিকারিক পেলে রাজা সুখী হন| কিন্তু মূর্খ নেতাদের প্রতি রাজা ক্রুদ্ধ হন|
1 Every wise H2454 woman H802 GFP buildeth H1129 VQQ3FS her house H1004 CMS-3FS : but the foolish H200 plucketh it down H2040 with her hands H3027 .
2 He that walketh H1980 VQPMS in his uprightness H3476 feareth H3372 the LORD H3068 EDS : but he that is perverse H3868 in his ways H1870 CMP-3MS despiseth H959 him .
3 In the mouth H6310 of the foolish H191 AMS is a rod H2415 of pride H1346 NFS : but the lips H8193 of the wise H2450 AMP shall preserve H8104 them .
4 Where no H369 oxen H504 are , the crib H18 is clean H1249 : but much H7230 increase H8393 is by the strength H3581 B-NMS of the ox H7794 .
5 A faithful H529 witness H5707 will not H3808 NADV lie H3576 : but a false H8267 witness H5707 will utter H6315 lies H3577 .
6 A scorner H3887 seeketh H1245 wisdom H2451 NFS , and findeth it not H369 : but knowledge H1847 W-VQFC is easy H7043 unto him that understandeth H995 .
7 Go H1980 VQI2MS from the presence H5048 M-PREP of a foolish H3684 NMS man H376 L-NMS , when thou perceivest H3045 VQQ2MS not H1077 in him the lips H8193 of knowledge H1847 NFS .
8 The wisdom H2451 of the prudent H6175 AMS is to understand H995 his way H1870 CMS-3MS : but the folly H200 of fools H3684 NMP is deceit H4820 NFS .
9 Fools H191 make a mock H3887 at sin H817 : but among H996 W-PREP the righteous H3477 AMP there is favor H7522 .
10 The heart H3820 NMS knoweth H3045 VQPMS his own H5315 NMS-3MS bitterness H4787 ; and a stranger H2114 doth not H3808 NADV intermeddle H6148 with his joy H8057 .
11 The house H1004 CMS of the wicked H7563 AMP shall be overthrown H8045 : but the tabernacle H168 W-CMS of the upright H3477 AMP shall flourish H6524 .
12 There is H3426 PART a way H1870 NMS which seemeth right H3477 AMS unto H6440 L-CMP a man H376 NMS , but the end H319 thereof are the ways H1870 NMS of death H4194 NMS .
13 Even H1571 CONJ in laughter H7814 the heart H3820 NMS is sorrowful H3510 ; and the end H319 of that mirth H8057 is heaviness H8424 .
14 The backslider H5472 in heart H3820 NMS shall be filled H7646 with his own ways H1870 : and a good H2896 AMS man H376 NMS shall be satisfied from himself .
15 The simple H6612 believeth H539 VHY3MS every H3605 L-CMS word H1697 VQPMS : but the prudent H6175 man looketh well H995 VQY3MS to his going H838 .
16 A wise H2450 AMS man feareth H3373 AMS , and departeth H5493 W-VQPMS from evil H7451 M-AMS : but the fool H3684 rageth H5674 , and is confident H982 .
17 He that is soon H7116 angry H639 NMD dealeth H6213 VQY3MS foolishly H200 : and a man H376 W-NMS of wicked devices H4209 is hated H8130 .
18 The simple H6612 NMP inherit H5157 folly H200 : but the prudent H6175 are crowned H3803 with knowledge H1847 NFS .
19 The evil H7451 AMP bow H7817 before H6440 L-CMP the good H2896 ; and the wicked H7563 at H5921 PREP the gates H8179 CMP of the righteous H6662 .
20 The poor H7326 is hated H8130 even H1571 CONJ of his own neighbor H7453 L-CMS-3MS : but the rich H6223 AMS hath many H7227 AMP friends H157 .
21 He that despiseth H936 his neighbor H7453 L-CMS-3MS sinneth H2398 : but he that hath mercy on H2603 the poor H6035 , happy H835 is he .
22 Do they not H3808 err H8582 VQY3MP that devise H2790 VQCMP evil H7451 AMS ? but mercy H2617 and truth H571 shall be to them that devise H2790 VQCMP good H2896 AMS .
23 In all H3605 B-CMS labor H6089 there is H1961 VQY3MS profit H4195 : but the talk H1697 W-CMS of the lips H8193 NFD tendeth only H389 ADV to penury H4270 .
24 The crown H5850 CFS of the wise H2450 AMP is their riches H6239 : but the foolishness H200 of fools H3684 NMP is folly H200 .
25 A true H571 CFS witness H5707 delivereth H5337 souls H5315 : but a deceitful H4820 NFS witness speaketh H6315 lies H3577 .
26 In the fear H3374 of the LORD H3068 EDS is strong H5797 NMS confidence H4009 : and his children H1121 shall have H1961 VQY3MS a place of refuge H4268 .
27 The fear H3374 CFS of the LORD H3068 EDS is a fountain H4726 of life H2416 NMP , to depart H5493 from the snares H4170 M-CMP of death H4194 NMS .
28 In the multitude H7230 of people H5971 NMS is the king H4428 NMS \'s honor H1927 : but in the want H657 of people H3816 is the destruction H4288 of the prince H7333 .
29 He that is slow H750 JMS to wrath H639 NMD is of great H7227 AMS understanding H8394 NFS : but he that is hasty H7116 of spirit H7307 NFS exalteth H7311 folly H200 .
30 A sound H4832 heart H3820 NMS is the life H2416 of the flesh H1320 : but envy H7068 NFP the rottenness H7538 of the bones H6106 .
31 He that oppresseth H6231 the poor H1800 CMS reproacheth H2778 his Maker H6213 : but he that honoreth H3513 him hath mercy H2603 on the poor H34 AMS .
32 The wicked H7563 AMS is driven away H1760 in his wickedness H7451 : but the righteous H6662 hath hope H2620 in his death H4194 .
33 Wisdom H2451 NFS resteth H5117 in the heart H3820 of him that hath understanding H995 : but that which is in the midst H7130 of fools H3684 NMP is made known H3045 .
34 Righteousness H6666 NFS exalteth H7311 a nation H1471 NMS : but sin H2403 is a reproach H2617 to any people H3816 .
35 The king H4428 NMS \'s favor H7522 is toward a wise H7919 servant H5650 L-CMS : but his wrath H5678 is H1961 VQY3FS against him that causeth shame H954 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×