Bible Versions
Bible Books

Leviticus 12:2 (BNV) Bengali Old BSI Version

1 প্রভু মোশিকে বললেন,
2 “ইস্রায়েলের লোকদের বলো: যদি একজন স্ত্রীলোক একটি শিশু পুত্রের জন্ম দেয়, তাহলে সেই স্ত্রীলোকটি সাতদিন ধরে অশুচি থাকবে| তার মাসিকের রক্ত পাতের অশুচি সমযের মতই হবে এই অশুচিতা|
3 অষ্টম দিনে অবশ্যই শিশু পুত্রটিকে সুন্নত করতে হবে|
4 তারপর তার রক্তক্ষয থেকে সে শুচি হবে 33 দিন পর| ইস্রায়েলে কিছু পবিত্র অবশ্যই তার কোনো কিছুই সে স্পর্শ করতে পারবে না| যতক্ষণ না তার শুচিকরণ শেষ হচ্ছে, সে অবশ্যই কোন পবিত্র স্থানে ঢুকতে পাবে না|
5 কিন্তু যদি স্ত্রীলোকটি এক শিশুকন্যার জন্ম দেয়, তাহলে তার মাসিক সমযের রক্তপাতের মতই দু সপ্তাহ ধরে সে অশুচি থাকবে| তার রক্তক্ষয থেকে 66 দিন পর্য়ন্ত কাটিযে সে শুচি হবে|
6 “শুচিকরণের সময় শেষ হলে একটি শিশু কন্যা বা পুত্রের নতুন প্রসূতি, সমাগম তাঁবুতে অবশ্যই বিশেষ ধরণের উত্সর্গ আনবে| সে সমাগম তাঁবুর প্রবেশ পথে যাজককে অবশ্যই ঐসব উত্সর্গ বস্তুগুলি দেবে| দগ্ধ নৈবেদ্যর জন্য আনতে হবে এক বছর বযসী মেষশাবক এবং একটি ঘুঘু পাখী বা বাচ্চা পাযরা আনবে পাপ মোচনের নৈবেদ্যর জন্য|
7 যদি স্ত্রীলোকটি একটি মেষ দিতে অক্ষম হয় তবে সে দুটি ঘুঘু বা দুটি বাচ্চা পাযরা আনতে পারে| এক পাখী হবে হোমবলির জন্য নির্দিষ্ট আর একটি পাপ মোচনের নৈবেদ্যর জন্য| যাজক সমস্ত নৈবেদ্য প্রভুর কাছে নিবেদন করে তাকে পাপমুক্ত করবে| এবং সে তার রক্তক্ষযের থেকে শুচি হবে| এগুলি হল একজন নারীর জন্য নির্দিষ্ট নিয়মাবলী, যে নারী একটি শিশু পুত্র বা এক শিশু কন্যার জন্ম দেবে|”
8
1 And the LORD H3068 EDS spoke H1696 W-VPY3MS unto H413 PREP Moses H4872 , saying H559 ,
2 Speak H1696 VPFC unto H413 PREP the children H1121 of Israel H3478 , saying H559 L-VQFC , If H3588 CONJ a woman H802 NFS have conceived seed H2232 , and borne H3205 a man child H2145 NMS : then she shall be unclean H2930 seven H7651 RMS days H3117 NMP ; according to the days H3117 K-CMP of the separation H5079 for her infirmity H1738 shall she be unclean H2930 .
3 And in the eighth H8066 day H3117 the flesh H1320 CMS of his foreskin H6190 shall be circumcised H4135 .
4 And she shall then continue H3427 in the blood H1818 of her purifying H2893 three H7969 W-RMS and thirty H7970 W-MMP days H3117 NMS ; she shall touch H5060 no H3808 ADV hallowed thing H6944 , nor H3808 NADV come H935 into H413 W-PREP the sanctuary H4720 , until H5704 PREP the days H3117 NUM-MS of her purifying H2892 be fulfilled H4390 .
5 But if H518 W-PART she bear H3205 VQY3FS a maid child H5347 , then she shall be unclean H2930 two weeks H7620 , as in her separation H5079 : and she shall continue H3427 in H5921 PREP the blood H1818 CMP of her purifying H2893 threescore H8346 W-MMP and six H8337 W-BMS days H3117 NMS .
6 And when the days H3117 CMP of her purifying H2892 are fulfilled H4390 , for a son H1121 , or H176 CONJ for a daughter H1323 , she shall bring H935 VHY2MS a lamb H3532 of the first H1121 W-CMS year H8141 for a burnt offering H5930 , and a young H1121 pigeon H3123 , or H176 CONJ a turtledove H8449 , for a sin offering H2403 , unto H413 PREP the door H6607 CMS of the tabernacle H168 of the congregation H4150 NMS , unto H413 PREP the priest H3548 :
7 Who shall offer H7126 it before H6440 L-CMP the LORD H3068 EDS , and make an atonement H3722 for H5921 PREP-3FS her ; and she shall be cleansed H2891 from the issue H4726 of her blood H1818 . This H2063 DPRO is the law H8451 CFS for her that hath born H3205 a male H2145 or H176 CONJ a female H5347 .
8 And if H518 W-PART she be not H3808 NADV able to bring H4672 a lamb H7716 , then she shall bring H3947 two H8147 turtles H8449 , or H176 CONJ two H8147 ONUM young H1121 pigeons H3123 ; the one H259 MMS for the burnt offering H5930 , and the other H259 for a sin offering H2403 : and the priest H3548 shall make an atonement H3722 for H5921 PREP-3FS her , and she shall be clean H2891 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×