Bible Versions
Bible Books

1 Chronicles 24:17 (BNV) Bengali Old BSI Version

1 হারোণ-সন্তানদের পালার কথা। হারোণের পুত্র নাদব অবীহূ, ইলিয়াসর ঈথামর।
2 কিন্তু নাদব অবীহূ আপনাদের পিতার অগ্রে মারা পড়িল, এবং তাহাদের পুত্র ছিল না; অতএব ইলিয়াসর ঈথামর যাজক হইলেন।
3 আর দায়ূদ এবং ইলিয়াসরের বংশজাত সাদোক ঈথামরের বংশজাত অহীমেলক যাজকদিগকে সেবাকর্ম্ম সম্বন্ধীয় আপন আপন শ্রেণীতে বিভক্ত করিলেন।
4 তাহাতে জানা গেল, পুরুষদের সংখ্যাতে ঈথামরের সন্তানগণ অপেক্ষা ইলিয়াসরের সন্তানগণের মধ্যে প্রধান লোক অনেক, আর তাহাদিগকে এইরূপ বিভাগ করা হইল; ইলিয়াসরের সন্তানগণের মধ্যে ষোল জন পিতৃকুলপতি, ঈথামরের সন্তানগণের মধ্যে আট জন পিতৃকুলপতি হইল।
5 পিতৃকুল নির্ব্বিশেষে গুলিবাঁট দ্বারা তাহাদিগকে বিভাগ করা হইল, কেননা ধর্ম্মধামের অধ্যক্ষগণ ঈশ্বরীয় অধ্যক্ষগণ ইলিয়াসর ঈথামর, উভয়ের সন্তানগণের মধ্য হইতে গৃহীত হইল।
6 আর রাজার, অধ্যক্ষদের, সাদোক যাজকের, অবিয়াথরের পুত্র অহীমেলকের এবং যাজকীয় লেবীর পিতৃকুলপতিদের সাক্ষাতে লেবির বংশজাত নথনেলের পুত্র শময়িয় লেখক তাহাদের নাম লিখিলেন; বস্তুতঃ ইলিয়াসরের জন্য এক, ঈথামরের জন্য এক পিতৃকুল গ্রহণ করা হইল।
7 তখন প্রথম গুলিবাঁট যিহোয়ারীবের নামে উঠিল;
8 দ্বিতীয় যিদয়িয়ের, তৃতীয় হারীমের,
9 চতুর্থ সিয়োরীমের, পঞ্চম মল্কিয়ের,
10 ষষ্ঠ মিয়ামীনের, সপ্তম হক্কোষের,
11 অষ্টম অবিয়ের, নবম যেশূয়ের, দশম শখনিয়ের, একাদশ ইলীয়াশীবের,
12 দ্বাদশ যাকীমের,
13 ত্রয়োদশ হুপ্পের,
14 চতুর্দ্দশ যেশবাবের, পঞ্চদশ বিল্‌গার,
15 ষোড়শ ইম্মেরের, সপ্তদশ হেষীরের,
16 অষ্টাদশ হপ্পিসেসের, ঊনবিংশ পথাহিয়ের,
17 বিংশ যিহিষ্কেলের, একবিংশ যাখীনের,
18 দ্বাবিংশ গামূলের, ত্রয়োবিংশ দলায়ের, চতুর্বিংশ মাসিয়ের নামে উঠিল
19 ইস্রায়েলের ঈশ্বর সদাপ্রভুর আজ্ঞানুসারে তাহাদের পিতা হারোণ কর্ত্তৃক নিরূপিত যে তাহাদের বিধান, তদনুসারে সদাপ্রভুর গৃহে উপস্থিত হইবার বিষয়ে তাহাদের সেবাকর্ম্মের জন্য এই শ্রেণী হইল।
20 লেবির অবশিষ্ট সন্তানদের কথা। অম্রামের সন্তানদের মধ্যে শবূয়েল, শবূয়েলের সন্তানদের মধ্যে যেহদিয়।
21 রহবিয়ের কথা; রহবিয়ের সন্তানদের মধ্যে যিশিয় প্রধান।
22 যিষ্‌হরীয়দের মধ্যে শলোমোৎ; শলোমোতের সন্তানদের মধ্যে যহৎ।
23 আর হিব্রোণের পুত্র যিরিয় প্রধান, দ্বিতীয় অমরিয়, তৃতীয় যহসীয়েল, চতুর্থ যিকমিয়াম।
24 উষীয়েলের পুত্র মীখা; মীখার পুত্রদের মধ্যে শামীর।
25 মীখার ভ্রাতা যিশিয়; যিশিয়ের পুত্রদের মধ্যে সখরিয়।
26 মরারির পুত্র মহলি মূশি; যাসিয়ের পুত্র বিনো।
27 মরারির সন্তান—যাসিয়ের পুত্র বিনো। শোহম, সক্কুর ইব্রি।
28 মহলির পুত্র ইলিয়াসর, ইহার পুত্র ছিল না।
29 কীশের কথা; কীশের পুত্র যিরহমেল।
30 মূশির পুত্র মহলি, এদর যিরেমোৎ। ইহারা আপন আপন পিতৃকুলানুসারে লেবির সন্তান।
31 আপনাদের ভ্রাতা হারোণ-সন্তানদের ন্যায় ইহারাও দায়ূদ রাজার, সাদোকের অহীমেলকের এবং যাজকীয় লেবীয় পিতৃকুলপতিদের সাক্ষাতে গুলিবাঁট করিল, অর্থাৎ প্রতি-পিতৃকুলের মধ্যে প্রধান লোক তাহার ছোট ভাই একই রূপ করিল।
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×