Bible Versions
Bible Books

:

1. সকাল হতেই প্রধান যাজকরা, বয়স্ক ইহুদী নেতারা, ব্যবস্থার শিক্ষকরা সমস্ত মহাসভার লোকেরা শলাপরামর্শ করলেন৷ তাঁরা যীশুকে বেঁধে পীলাতের কাছে পাঠালেন এবং তাঁর হাতে তুলে দিলেন৷
1. And G2532 straightway G2112 in G1909 the G3588 morning G4404 the G3588 chief priests G749 held G4160 a consultation G4824 with G3326 the G3588 elders G4245 and G2532 scribes G1122 and G2532 the G3588 whole G3650 council G4892 , and bound G1210 Jesus G2424 , and carried him away G667 , and G2532 delivered G3860 him to Pilate G4091 .
2. তখন পীলাত তাঁকে জিজ্ঞেস করলেন, ‘তুমি কি ইহুদীদের রাজা?’ যীশু তাঁকে বললেন, ‘হ্যাঁ, আপনি য়েমন বললেন তেমনই৷’
2. And G2532 Pilate G4091 asked G1905 him G846 , Art G1488 thou G4771 the G3588 King G935 of the G3588 Jews G2453 ? And G1161 he G3588 answering G611 said G2036 unto him G846 , Thou G4771 sayest G3004 it.
3. তখন প্রধান যাজকরা যীশুর বিরুদ্ধে নানান দোষের কথা বলতে লাগলেন৷
3. And G2532 the G3588 chief priests G749 accused G2723 him G846 of many things G4183 : but G1161 he G3588 answered G611 nothing G3762 .
4. পীলাত তাঁকে আবার জিজ্ঞেস করলেন, ‘তুমি কি কিছুই উত্তর দেবে না? দেখ, এরা তোমার বিরুদ্ধে কত অভিযোগ করছে!’
4. And G1161 Pilate G4091 asked G1905 him G846 again G3825 , saying G3004 , Answerest G611 thou G3756 nothing G3762 ? behold G2396 how many things G4214 they witness against G2649 thee G4675 .
5. কিন্তু তবু যীশু কোন উত্তর দিলেন না দেখে পীলাত আশ্চর্য হয়ে গেলেন৷
5. But G1161 Jesus G2424 yet G3765 answered G611 nothing G3762 ; so that G5620 Pilate G4091 marveled G2296 .
6. নিস্তারপর্বের সময়ে পীলাত লোকদের ইচ্ছে মতো একজন বন্দীকে মুক্ত করে দিতেন৷
6. Now G1161 at G2596 that feast G1859 he released G630 unto them G846 one G1520 prisoner G1198 , whomsoever G3746 they desired G154 .
7. সেই সময় বারাব্বা নামে একটি লোক বিদ্রোহীদের সাথে কারাগারে ছিল, যাঁরা বিদ্রোহের সময় অনেক খুন জখম করেছিল৷
7. And G1161 there was G2258 one named G3004 Barabbas G912 , which lay bound G1210 with G3326 them that had made insurrection with him G4955 , who G3748 had committed G4160 murder G5408 in G1722 the G3588 insurrection G4714 .
8. আর তিনি পীলাত লোকদের জন্য সচরাচর যা করতেন, সেই লোকেরা তাকে তাই করতে বলল৷
8. And G2532 the G3588 multitude G3793 crying aloud G310 began G756 to desire G154 him to do as G2531 he had ever G104 done G4160 unto them G846 .
9. পীলাত তাদের জিজ্ঞাসা করলেন, ‘ইহুদীদের রাজাকে আমি তোমাদের জন্য মুক্ত করে দিই, এটাই কি তোমাদের ইচ্ছা?’
9. But G1161 Pilate G4091 answered G611 them G846 , saying G3004 , Will G2309 ye that I release G630 unto you G5213 the G3588 King G935 of the G3588 Jews G2453 ?
10. কারণ তিনি বুঝতে পেরেছিলেন প্রধান যাজকরা হিংসার বশবর্তী হয়ে যীশুকে তার হাতে তুলে দিয়েছিল৷
10. For G1063 he knew G1097 that G3754 the G3588 chief priests G749 had delivered G3860 him G846 for G1223 envy G5355 .
11. কিন্তু প্রধান যাজকরা জনতাকে ক্ষেপিয়ে তুলল যাতে তারা যীশুর পরিবর্তে বারাব্বার মুক্তি দাবি করে৷
11. But G1161 the G3588 chief priests G749 moved G383 the G3588 people G3793 , that G2443 he should rather G3123 release G630 Barabbas G912 unto them G846 .
12. কিন্তু পীলাত আবার তাদের বললেন, ‘তবে তোমরা যাকে ইহুদীদের রাজা বল তাকে কি করব?’
12. And G1161 Pilate G4091 answered G611 and said G2036 again G3825 unto them G846 , What G5101 will G2309 ye then G3767 that I shall do G4160 unto him whom G3739 ye call G3004 the G3588 King G935 of the G3588 Jews G2453 ?
13. তারা চেঁচিয়ে বলল, ‘ওকে ক্রুশে দাও!’
13. And G1161 they G3588 cried out G2896 again G3825 , Crucify G4717 him G846 .
14. কিন্তু তিনি তাদের বললেন, ‘কেন? কি মন্দ কাজ করেছে?’ তারা আরও চেঁচিয়ে বলল, ‘ওকে ক্রুশে দাও!’
14. Then G1161 Pilate G4091 said G3004 unto them G846 , Why G1063 , what G5101 evil G2556 hath he done G4160 ? And G1161 they G3588 cried out G2896 the more exceedingly G4056 , Crucify G4717 him G846 .
15. তখন পীলাত লোকদের খুশী করতে বারাব্বাকে তাদের জন্য ছেড়ে দিলেন এবং যীশুকে চাবুক মেরে ক্রুশে বিদ্ধ করবার জন্য তাদের হাতে তুলে দিলেন৷
15. And G1161 so Pilate G4091 , willing G1014 to content G4160 G2425 the G3588 people G3793 , released G630 Barabbas G912 unto them G846 , and G2532 delivered G3860 Jesus G2424 , when he had scourged G5417 him, to G2443 be crucified G4717 .
16. পরে সেনারা প্রাসাদের মধ্যে অর্থাত্ প্রধান শাসনকর্তার সদর দপ্তরের উঠোনে যীশুকে নিয়ে গিয়ে সমস্ত সেনাদের ডাকল৷
16. And G1161 the G3588 soldiers G4757 led him away G520 G846 into G2080 the G3588 hall G833 , called G3603 Praetorium G4232 ; and G2532 they call together G4779 the G3588 whole G3650 band G4686 .
17. তারা যীশুকে বেগুনী রঙের কাপড় পরিয়ে দিল এবং কাঁটার মুকুট তৈরী করে তাঁর মাথায় চাপিয়ে দিল৷
17. And G2532 they clothed him with G1746 G846 purple G4209 , and G2532 plaited G4120 a crown G4735 of thorns G174 , and put it about G4060 his G846 head,
18. তারা তাঁকে অভিবাদন জানিয়ে বলতে লাগল, ‘ইহুদীদের রাজা নমস্কার!’
18. And G2532 began G756 to salute G782 him G846 , Hail G5463 , King G935 of the G3588 Jews G2453 !
19. তারা তাঁর মাথায় একটা লাঠি দিয়ে বার বার মারতে লাগল তাঁর গায়ে থুথু ছিটিয়ে দিল৷ তাঁর সামনে হাঁটু গেড়ে তাঁকে প্রণাম করতে থাকল৷
19. And G2532 they smote G5180 him G846 on the G3588 head G2776 with a reed G2563 , and G2532 did spit upon G1716 him G846 , and G2532 bowing G5087 their knees G1119 worshiped G4352 him G846 .
20. তাঁকে নিয়ে এইভাবে মজা করবার পর তারা বেগুনী রঙের কাপড় খুলে নিয়ে তাঁর নিজের কাপড় পরিয়ে দিল৷ আর ক্রুশে দেবার জন্য তাঁকে বাইরে নিয়ে গেল৷
20. And G2532 when G3753 they had mocked G1702 him G846 , they took off G1562 the G3588 purple G4209 from him G846 , and G2532 put his own clothes on G1746 G2398 G2440 him G846 , and G2532 led him out G1806 G846 to G2443 crucify G4717 him G846 .
21. সেই সময় শিমোন নামে একটা লোক কুরীশীর গ্রামাঞ্চল থেকে সেই পথ ধরে আসছিল৷ সে আলেকসান্দর রূফের বাবা৷ সেনারা তাকে যীশুর ক্রুশ বয়ে নিয়ে যাবার জন্য বেগার ধরল৷
21. And G2532 they compel G29 one G5100 Simon G4613 a Cyrenian G2956 , who passed by G3855 , coming G2064 out of G575 the country G68 , the G3588 father G3962 of Alexander G223 and G2532 Rufus G4504 , to G2443 bear G142 his G846 cross G4716 .
22. পরে তারা যীশুকে গলগথা নামে এক জায়গায় নিয়ে এল৷ গলগথার অর্থ ‘মাথার খুলির স্থান৷’
22. And G2532 they bring G5342 him G846 unto G1909 the place G5117 Golgotha G1115 , which is G3603 , being interpreted G3177 , The place G5117 of a skull G2898 .
23. তারা তাঁকে গন্ধরস মেশানো দ্রাক্ষারস পান করতে দিল; কিন্তু তিনি তা পান করলেন না৷
23. And G2532 they gave G1325 him G846 to drink G4095 wine G3631 mingled with myrrh G4669 : but G1161 he G3588 received G2983 it not G3756 .
24. পরে তারা তাঁকে ক্রুশে বিদ্ধ করল৷ তাঁর কাপড়গুলোকে আলাদা আলাদা করে ঘুঁটি চেলে ঠিক করল কে তাঁর পোশাকের কোন অংশ পাবে৷
24. And G2532 when they had crucified G4717 him G846 , they parted G1266 his G846 garments G2440 , casting G906 lots G2819 upon G1909 them G846 , what every man G5101 G5101 should take G142 .
25. সকাল ন’টার সময়ে তারা তাঁকে ক্রুশে দিল৷
25. And G1161 it was G2258 the third G5154 hour G5610 , and G2532 they crucified G4717 him G846 .
26. তারা তাঁর ক্রুশের ওপর তাঁর বিরুদ্ধে দোষপত্র লেখা একটা ফলক লাগিয়ে দিয়েছিল৷ তাতে লেখা ছিল, ‘ইহুদীদের রাজা৷’
26. And G2532 the G3588 superscription G1923 of his G846 accusation G156 was G2258 written over G1924 , THE G3588 KING G935 OF THE G3588 JEWS G2453 .
27. তারা তাঁর সাথে আর দুজন দস্য়ুকে ক্রুশে দিল৷ একজনকে তাঁর ডানদিকে এবং অপরজনকে তার বাঁদিকে৷
27. And G2532 with G4862 him G846 they crucify G4717 two G1417 thieves G3027 ; the one G1520 on G1537 his right hand G1188 , and G2532 the other G1520 on G1537 his G846 left G2176 .
28. This verse may not be a part of this translation
28. And G2532 the G3588 Scripture G1124 was fulfilled G4137 , which saith G3004 , And G2532 he was numbered G3049 with G3326 the transgressors G459 .
29. লোকেরা সেই পথ দিয়ে য়েতে য়েতে যীশুর নিন্দা করতে লাগল৷ তারা মাথা নেড়ে বলল, ‘ওহে, তুমি না মন্দির ভেঙ্গে ফেলে তিনদিনের মধ্যে তা আবার গেঁথে তোল?
29. And G2532 they that passed by G3899 railed on G987 him G846 , wagging G2795 their G848 heads G2776 , and G2532 saying G3004 , Ah G3758 , thou that destroyest G2647 the G3588 temple G3485 , and G2532 buildest G3618 it in G1722 three G5140 days G2250 ,
30. ক্রুশ থেকে নেমে নিজেকে রক্ষা কর৷’
30. Save G4982 thyself G4572 , and G2532 come down G2597 from G575 the G3588 cross G4716 .
31. ঠিক একইভাবে প্রধান যাজকরা এবং ব্যবস্থার শিক্ষকরা তাঁকে ঠাট্টা করে নিজেদের মধ্যে বলাবলি করলেন, ‘ঐ লোকটি অন্যদের রক্ষা করত, কিন্তু নিজেকে রক্ষা করতে পারে না৷
31. G1161 Likewise G3668 also G2532 the G3588 chief priests G749 mocking G1702 said G3004 among G4314 themselves G240 with G3326 the G3588 scribes G1122 , He saved G4982 others G243 ; himself G1438 he cannot G1410 G3756 save G4982 .
32. খ্রীষ্ট, ইস্রায়েলের রাজা এখন ক্রুশ থেকে নেমে আসুক, তাহলে আমরা বিশ্বাস করব৷’ তাঁর সঙ্গে যাঁরা ক্রুশে বিদ্ধ হয়েছিল, তারাও তাঁকে ঠাট্টা করতে লাগল৷
32. Let Christ G5547 the G3588 King G935 of Israel G2474 descend G2597 now G3568 from G575 the G3588 cross G4716 , that G2443 we may see G1492 and G2532 believe G4100 . And G2532 they that were crucified with G4957 him G846 reviled G3679 him G846 .
33. পরে বেলা বারোটা থেকে তিনটে পর্যন্ত সমস্ত দেশ অন্ধকারে ছেয়ে গেল৷
33. And G1161 when the sixth G1623 hour G5610 was come G1096 , there was G1096 darkness G4655 over G1909 the G3588 whole G3650 land G1093 until G2193 the ninth G1766 hour G5610 .
34. আর তিনটের সময় যীশু চিত্‌কার করে উঠলেন, ‘এলোই, এলোই, লামা শবক্তানী?’ যার অর্থ ‘ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় ত্যাগ করেছ?’৷
34. And G2532 at the G3588 ninth G1766 hour G5610 Jesus G2424 cried G994 with a loud G3173 voice G5456 , saying G3004 , Eloi G1682 , Eloi G1682 , lama G2982 sabachthani G4518 ? which is G3603 , being interpreted G3177 , My G3450 God G2316 , my G3450 God G2316 , why G5101 hast thou forsaken G1459 me G3165 ?
35. যাঁরা তাঁর কাছে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে কেউ কেউ এই কথা শুনে বলল, ‘দেখ, এলীয়কে ডাকছে৷’
35. And G2532 some G5100 of them that stood by G3936 , when they heard G191 it, said G3004 , Behold G2400 , he calleth G5455 Elijah G2243 .
36. একজন লোক দৌড়ে গিয়ে একটা স্পঞ্জ এনে সিরকায় ভিজিয়ে নলে করে তাঁর মুখে তুলে ধরে বলল, ‘দেখা যাক, এলীয় ওকে নামাতে আসে কি না৷’
36. And G1161 one G1520 ran G5143 and G2532 filled a sponge full G1072 G4699 of vinegar G3690 , and G5037 put it on G4060 a reed G2563 , and G2532 gave him to drink G4222 G846 , saying G3004 , Let alone G863 ; let us see G1492 whether G1487 Elijah G2243 will come G2064 to take him down G2507 G846 .
37. পরে যীশু জোরে চিত্‌কার করে উঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন৷
37. And G1161 Jesus G2424 cried G863 with a loud G3173 voice G5456 , and gave up the ghost G1606 .
38. আর মন্দিরের পর্দা উপর থেকে নীচে পর্যন্ত চিরে দুভাগ হয়ে গেল৷
38. And G2532 the G3588 veil G2665 of the G3588 temple G3485 was rent G4977 in G1519 twain G1417 from G575 the top G509 to G2193 the bottom G2736 .
39. আর য়ে সেনাপতি তাঁর সামনে দাঁড়িয়েছিলেন, তিনি যীশুকে এইভাবে মৃত্যুবরণ করতে দেখে বললেন, ‘সত্যিই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন৷’
39. And G1161 when the G3588 centurion G2760 , which stood G3936 over against G1537 G1727 him G846 , saw G1492 that G3754 he so G3779 cried out G2896 , and gave up the ghost G1606 , he said G2036 , Truly G230 this G3778 man G444 was G2258 the Son G5207 of God G2316 .
40. কয়েকজন স্ত্রীলোক দূর থেকে দেখছিলেন, তাদের মধ্যে মগ্দলীনী মরিয়ম, শালোমী আর ছোট যাকোব এবং য়োশির মা মরিয়ম সেখানে ছিলেন৷
40. There G1161 were G2258 also G2532 women G1135 looking on G2334 afar off G575 G3113 : among G1722 whom G3739 was G2258 Mary G3137 Magdalene G3094 , and G2532 Mary G3137 the G3588 mother G3384 of James G2385 the G3588 less G3398 and G2532 of Joses G2500 , and G2532 Salome G4539 ;
41. যখন যীশু গালীলে ছিলেন, তখন এই মহিলারা তাঁর সঙ্গে য়েতেন এবং তাঁর দেখাশোনা করতেন৷ আরও বহু স্ত্রীলোক তখন সেখানে ছিলেন যাঁরা যীশুর সাথে জেরুশালেমে এসেছিলেন৷
41. ( Who G3739 also G2532 , when G3753 he was G2258 in G1722 Galilee G1056 , followed G190 him G846 , and G2532 ministered G1247 unto him G846 ;) and G2532 many G4183 other women G243 which came up with G4872 him G846 unto G1519 Jerusalem G2414 .
42. সেই দিনটা ছিল আযোজনের দিন অর্থাত্ বিশ্রামের আগের দিন৷
42. And G2532 now G2235 when the even G3798 was come G1096 , because G1893 it was G2258 the preparation G3904 , that is G3603 , the day before the sabbath G4315 ,
43. সন্ধ্যাবেলায় আরিমাথিযার য়োষেফ এলেন, তিনি ছিলেন ইহুদী মহাসভার একজন মাননীয় সভ্য়, যিনি ঈশ্বরের রাজ্যের জন্য অপেক্ষা করছিলেন৷ তিনি সাহস করে পীলাতের কাছে গিয়ে সমাধি দেওযার জন্য যীশুর দেহটি চাইলেন৷
43. Joseph G2501 of G575 Arimathaea G707 , an honorable G2158 counselor G1010 , which G3739 also G2532 waited for G2258 G4327 the G3588 kingdom G932 of God G2316 , came G2064 , and went in G1525 boldly G5111 unto G4314 Pilate G4091 , and G2532 craved G154 the G3588 body G4983 of Jesus G2424 .
44. যীশু এর মধ্যে মারা গেছেন শুনে পীলাত আশ্চর্য হলেন, তিনি তাই সেনাপতিকে ডেকে জিজ্ঞাসা করলেন তাঁর মৃত্যু হয়েছে কিনা৷
44. And G1161 Pilate G4091 marveled G2296 if G1487 he were already dead G2348 G2235 : and G2532 calling G4341 unto him the G3588 centurion G2760 , he asked G1905 him G846 whether G1487 he had been any while dead G599 G3819 .
45. সেনাপতির কাছে মৃত্যুর খবরটি জানতে পেরে তিনি য়োষেফকে যীশুর দেহটি নিয়ে য়েতে দিলেন৷
45. And G2532 when he knew G1097 it of G575 the G3588 centurion G2760 , he gave G1433 the G3588 body G4983 to Joseph G2501 .
46. য়োষেফ কিছুটা মসীনা কাপড় কিনে ক্রুশ থেকে যীশুর দেহ নামিয়ে মসীনা কাপড়ে জড়ালেন এবং পাথর কেটে তৈরী এমন একটা সমাধিগুহার মধ্যে তাঁর দেহটাকে রাখলেন৷ তারপর একটা পাথর গুহার মুখে গড়িয়ে সমাধির মুখটি বন্ধ করে দিলেন৷
46. And G2532 he bought G59 fine linen G4616 , and G2532 took him down G2507 G846 , and wrapped him in G1750 the G3588 linen G4616 , and G2532 laid G2698 him G846 in G1722 a sepulcher G3419 which G3739 was G2258 hewn G2998 out of G1537 a rock G4073 , and G2532 rolled G4351 a stone G3037 unto G1909 the G3588 door G2374 of the G3588 sepulcher G3419 .
47. যীশুকে য়েখানে সমাধি দেওযা হল সেই স্থানটি মরিয়ম মগ্দলীনী য়োশির মা মরিয়ম দেখলেন৷
47. And G1161 Mary G3137 Magdalene G3094 and G2532 Mary G3137 the mother of Joses G2500 beheld G2334 where G4226 he was laid G5087 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×