Bible Versions
Bible Books

Joshua 19 (BNV) Bengali Old BSI Version

1 আর গুলিবাঁটক্রমে দ্বিতীয় অংশ শিমিয়োনের নামে, আপন আপন গোষ্ঠী অনুসারে শিমিয়োন-সন্তানগণের বংশের নামে উঠিল; তাহাদের অধিকার যিহূদা-সন্তানগণের অধিকারের মধ্যে হইল।
2 তাহাদের অধিকার হইল বের্‌-শেবা,
3 (বা শেবা), মোলাদা, হৎসর-শূয়াল,
4 বালা, এৎসম, ইল্‌তোলদ, বথূল, হর্মা,
5 5,6 সিক্লগ, বৈৎ-মর্কাবোৎ, হৎসর-সুষা, বৈৎ-লবায়োৎ শারূহণ;
6 number="6"/>
7 স্ব স্ব গ্রামের সহিত তেরটী নগর। ঐন, রিম্মোণ, এথর আশন; স্ব স্ব গ্রামের সহিত চারিটী নগর;
8 আর বালৎ-বের, অর্থাৎ দক্ষিণ দেশস্থ রামা পর্য্যন্ত নগরের চারিদিকের সমস্ত গ্রাম। আপন আপন গোষ্ঠী অনুসারে শিমিয়োন-সন্তানগণের বংশের এই অধিকার।
9 শিমিয়োন-সন্তানগণের অধিকার যিহূদা-সন্তানগণের অধিকারের এক ভাগ ছিল, কেননা যিহূদা-সন্তানগণের অংশ তাহাদের প্রয়োজন অপেক্ষা অধিক ছিল; অতএব শিমিয়োন-সন্তানগণ তাহাদের অধিকারের মধ্যে অধিকার পাইল।
10 পরে গুলিবাঁটক্রমে তৃতীয় অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে সবূলূন-সন্তানদের নামে উঠিল; সারীদ পর্য্যন্ত তাহাদের অধিকারের সীমা হইল।
11 তাহাদের সীমা পশ্চিমদিকে অর্থাৎ মারালায় উঠিয়া গেল, এবং দব্বেশৎ পর্য্যন্ত গেল, যক্নিয়ামের সম্মুখস্থ স্রোত পর্য্যন্ত গেল।
12 আর সারীদ হইতে পূর্ব্বদিকে, সূর্য্যোদয় দিকে ফিরিয়া কিশ্‌লোৎ-তাবোরের সীমা পর্য্যন্ত গেল; পরে দাবরৎ পর্য্যন্ত নির্গত হইয়া যাফিয়ে উঠিয়া গেল।
13 আর তথা হইতে পূর্ব্বদিক, সূর্য্যোদয়ের দিক, হইয়া গাৎ-হেফর দিয়া এৎ-কাৎসীন পর্য্যন্ত গেল; এবং নেয়ের দিকে বিস্তৃত রিম্মোণে গেল।
14 আর সীমা হন্নাথোনের উত্তরদিকে উহা বেষ্টন করিল, আর যিপ্তহেল উপত্যকা পর্য্যন্ত গেল।
15 আর কটৎ, নহলাল, শিম্রোণ, যিদালা বৈৎ-লেহম; স্ব স্ব গ্রামের সহিত বারোটী নগর।
16 আপন আপন গোষ্ঠী অনুসারে সবূলূন-সন্তানদের এই অধিকার; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর।
17 পরে গুলিবাঁটক্রমে চতুর্থ অংশ ইষাখরের নামে, আপন আপন গোষ্ঠী অনুসারে ইষাখর-সন্তানগণের নামে উঠিল।
18 18,19 যিষ্রিয়েল, কসুল্লোৎ, শূনেম, হফারয়িম,
19 number="19"/>
20 শীয়োন, অনহরৎ, রব্বীৎ, কিশিয়োন,
21 এবস, রেমৎ, ঐন্‌-গন্নীম, ঐন্‌-হদ্দা বৈৎ-পৎসেস তাহাদের অধিকার হইল।
22 আর সে সীমা তাবোর, শহৎসূমা বৈৎ-শেমশ পর্য্যন্ত গেল, আর যর্দ্দন তাহাদের সীমার প্রান্ত হইল; স্ব স্ব গ্রামের সহিত ষোলটী নগর।
23 আপন আপন গোষ্ঠী অনুসারে ইষাখর-সন্তানগণের বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর।
24 পরে গুলিবাঁটক্রমে পঞ্চম অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে আশের-সন্তানগণের বংশের নামে উঠিল।
25 তাহাদের সীমা হিল্‌কৎ, হলী, বেটন, অক্‌ষফ,
26 অলম্মেলক, অমাদ মিশাল, এবং পশ্চিমদিকে কর্মিল, শীহোর-লিব্‌নৎ পর্য্যন্ত গেল।
27 আর সূর্য্যোদয় দিকে বৈৎ-দাগোনের অভিমুখে ঘুরিয়া সবূলুন উত্তরদিকে যিপ্তহেল উপত্যকা, বৈৎ-এমক ন্যীয়েল পর্য্যন্ত গেল, পরে বামদিকে কাবূলে,
28 এবং এব্রোণে, রহোবে, হম্মোনে কান্নাতে, এবং মহাসীদোন পর্য্যন্ত গেল।
29 পরে সে সীমা ঘুরিয়া রামায় প্রাচীর-বেষ্টিত সোর নগরে গেল, পরে সে সীমা ঘুরিয়া হোষাতে গেল, এবং অক্‌ষীব প্রদেশস্থ সমুদ্রতীর,
30 আর উম্মা, অফেক রহোব তাহার প্রান্ত হইল; স্ব স্ব গ্রামের সহিত বাইশটী নগর।
31 আপন আপন গোষ্ঠী অনুসারে আশের-সন্তানগণের বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর।
32 পরে গুলিবাঁটক্রমে ষষ্ঠ অংশ নপ্তালি-সন্তানগণের নামে, আপন আপন গোষ্ঠী অনুসারে নপ্তালি-সন্তানগণের নামে উঠিল।
33 তাহাদের সীমা হেলফ অবধি, সানন্নীমস্থ অলোন বৃক্ষ অবধি, অদামীনেকব যব্‌নিয়েল দিয়া লক্কুম পর্য্যন্ত গেল, তাহার অন্তভাগ যর্দ্দনে ছিল।
34 আর সীমা পশ্চিমদিকে ফিরিয়া অস্‌নোৎ-তাবোর পর্য্যন্ত গেল, এবং তথা হইতে হুক্কোক পর্য্যন্ত গেল; আর দক্ষিণে সবূলূন পর্য্যন্ত, পশ্চিমে আশের পর্য্যন্ত, সূর্য্যোদয় দিকে যর্দ্দন সমীপস্থ যিহূদা পর্য্যন্ত গেল।
35 আর প্রাচীরবেষ্টিত নগর সিদ্দীম,
36 সের, হম্মৎ, রক্কৎ,
37 কিন্নেরৎ, অদামা, রামা, হাৎসোর, কেদশ,
38 ইদ্রিয়ী, ঐন্‌-হাৎসোর, যিরোণ, মিগ্দলএল, হোরেম, বৈৎ-অনাৎ বৈৎশেমশ; স্ব স্ব গ্রামের সহিত ঊনিশটী নগর।
39 আপন আপন গোষ্ঠী অনুসারে নপ্তালি-সন্তানগণের বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর।
40 আর গুলিবাঁটক্রমে সপ্তম অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে দান-সন্তানগণের বংশের নামে উঠিল।
41 তাহাদের অধিকারের সীমা সরা, ইষ্টায়োল, ঈর্‌-শেমশ,
42 শালবীন, অয়ালোন,
43 যিৎলা, এলোন,
44 তিম্না, ইক্রোণ, ইল্‌তকী, গিব্বথোন,
45 বালৎ, যিহূদ, বনে-বরক, গাৎ-রিম্মোণ,
46 মেয়র্কোন, রক্বোন যাফোর সম্মুখস্থ অঞ্চল।
47 আর দান-সন্তানগণের সীমা সেই সকল স্থান অতিক্রম করিল; কারণ দান-সন্তানগণ লেশম নগরের বিরুদ্ধে গিয়া যুদ্ধ করিল, এবং তাহা হস্তগত করিয়া খড়গ-ধারে আঘাত করিল, আর অধিকারপূর্ব্বক তাহার মধ্যে বাস করিল, এবং আপনাদের পিতৃপুরুষ দানের নামানুসারে লেশমের নাম দান রাখিল।
48 আপন আপন গোষ্ঠী অনুসারে দান-সন্তানগণের বংশের এই অধিকার; স্ব স্ব গ্রামের সহিত এই সকল নগর।
49 এইরূপে আপন আপন সীমানুসারে অধিকার জন্য তাহারা দেশ বিভাগ কার্য্য সমাপ্ত করিল; আর ইস্রায়েল-সন্তানগণ আপনাদের মধ্যে নূনের পুত্র যিহোশূয়কে এক অধিকার দিল।
50 তাহারা সদাপ্রভুর বাক্যানুসারে তাঁহার যাচিত নগর অর্থাৎ পর্ব্বতময় ইফ্রয়িম প্রদেশস্থ তিম্নৎ-সেরহ তাঁহাকে দিল; তাহাতে তিনি নগর নির্ম্মাণ করিয়া তথায় বাস করিলেন।
51 এই সকল অধিকার ইলিয়াসর যাজক, নূনের পুত্র যিহোশূয় ইস্রায়েল-সন্তানগণের বংশ সকলের পিতৃকুলপতিগণ শীলোতে সদাপ্রভুর সম্মুখে সমাগম-তাম্বুর দ্বারসমীপে গুলিবাঁট দ্বারা দিলেন। এইরূপে তাঁহারা দেশ বিভাগ কার্য্য সমাপ্ত করিলেন।
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×